Latest Post

হর্যঙ্ক বংশ কুইজ ( Haryanka dynasty quiz) Quiz part -18 English grammar quiz. Quiz part – 17 আধুনিক ভারতের ইতিহাস কুইজ ( Modern history of India quiz) Quiz part -16 ভারতের জলবায়ু কুইজ (Climate of India quiz) Quiz – part 15 ভারতের সংবিধান কুইজ ( Constitution of India quiz) Quiz Part-14

Geography of India. Chapterwise practice set(Climate of India).ভারতের ভূগোল। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। চ্যাপ্টার - ভারতের জলবায়ু।

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের প্রস্তুতি কে অন্য মাত্রায় নিয়ে যেতে আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সিরিজ, যেখানে আপনারা আপনাদের প্রস্তুতি কে ঝালিয়ে নিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো থেকে নেওয়া। আপনারা এই প্রশ্নগুলো থেকে নিজেদের প্রস্তুতি কে যাচাই করে নিন।

 

1. কোন্ কোন্ মাস জুড়ে শরৎকাল হয়?

[A] জুন থেকে সেপ্টেম্বর

[B] ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি

[C] অক্টোবর থেকে নভেম্বর

[D] মার্চ থেকে মে

Answer: [C]

 

2. লু (Loo) কোন্ ঋতুর বৈশিষ্ট্য?

[A] গ্রীষ্মকাল

[B] শীতকাল

[C] বসন্তকাল

[D] শরৎকাল

Answer: [A]

 

3. নিম্নের কোন্ জায়গা থেকে ভারতে ক্রান্তীয় ঝঞ্জার সৃষ্টি হয়?

[A] আরব সাগর এবং প্রশান্ত মহাসাগর

[B] বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর

[C] প্রশান্ত মহাসাগর

[D] সুমেরু মহাসাগর

Answer: [B]


4. শীতকালীন বৃষ্টিপাতের স্থানীয় নাম কোনটি?

[A] তাহিতি

[B] কালবৈশাখী

[C] মাহুত

[D] লু

Answer: [C]

 

5. ভারতে কোন্ ঋতুতে উত্তরপূর্ব বাণিজ্য বায়ু প্রবাহিত হয়?

[A] শরৎ

[B] বর্ষা

[C] গ্রীষ্ম

[D] শীত

Answer: [D]

 

6. তামিলনাড়ুতে এর কারণে শীতকালীন বৃষ্টিপাত হয়

[A] আঞ্চলিক বায়ু

[B] উত্তরপূর্ব বাণিজ্য বায়ু

[C] ক্রান্তীয় নিম্নচাপ

[D] পশ্চিমী ঝঞ্ঝা

Answer: [B]

 

7. নিম্নের কোনটি সবচেয়ে লবণাক্ত হ্রদ?

[A] বাল্টিক সাগর

[B] লোহিত সাগর

[C] সেলেবিস সাগর

[D] কয় সাগর

Answer: [B]

 

8. নিম্নের রাজ্যগুলির মধ্যে কোনটিতে উত্তরপূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সাধারণত বেশিরভাগ বৃষ্টিপাত ঘটে?

[A] গুজরাট

[B] উত্তরপ্রদেশ

[C] তামিলনাড়ু

[D] পাঞ্জাব

Answer: [C]

 

9. দাক্ষিণাত্যের মালভূমির পূর্ব দক্ষিণ অংশে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্ফটিক আগ্নেয় শিলার ওপর মৃত্তিকা উৎপন্ন হয়

[A] লোহিত মৃত্তিকা

[B] কৃষ্ণ মৃত্তিকা

[C] পলল মৃত্তিকা

[D] শুষ্ক মৃত্তিকা

Answer: [A]

 

10. ভারতে কোন্ ধরণের জলবায়ু অনুভূত হয়?

[A] ভূমধ্যসাগরীয়

[B] নাতিশীতোষ্ণ

[C] মৌসুমি

[D] মেরুপ্রদেশীয়

Answer: [C]

 

11. নিম্নের কোন্ অক্ষাংশ রেখাটি ভারতের মাঝ বরাবর অবস্থিত, যা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে?

[A] নিরক্ষীয় রেখা

[B] মকরক্রান্তি রেখা

[C] কর্কটক্রান্তি রেখা

[D] আন্টার্কটিকা রেখা

Answer: [C]

 

12. 1962 সালে ম্যাকমোহন লাইনে ভারতের সাথে কোন্ দেশের যুদ্ধ হয়?

[A] চীন

[B] ভূটান

[C] পাকিস্তান

[D] নেপাল

Answer: [A]

 

13. ভারতের উত্তরপশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি?

[A] দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

[B] উত্তরপশ্চিম মৌসুমী বায়ু

[C] পশ্চিমী ঝঞ্ঝা

[D] মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন

Answer: [C]

 

14. মে 2021 সালে ভারতের পূর্ব উপকূলে নিম্নের কোন্ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে?

[A] বারদাহ

[B] তোকটা

[C] তিতলি

[D] হুদহুদ

Answer: [B]

 

15. ভারতে খরার জন্য এলনিনো ঘটনা কত শতাংশ দায়ী?

[A] 10 শতাংশ

[B] 20 শতাংশ

[C] 30 শতাংশ

[D] 43 শতাংশ

Answer: [D]

 

16. কোন্ রাজ্যের ঝড়আঁধি’?

[A] পাঞ্জাব

[B] পশ্চিমবঙ্গ

[C] আসাম

[D] উত্তরপ্রদেশ

Answer: [D]

 

17. ভারতের কোন্ ঋতুর উপর ভিত্তি করে, ‘কাল বৈশাখীশব্দটি কোন্ রাজ্যের সাথে যুক্ত?

[A] পশ্চিমবঙ্গ

[B] কৰ্ণাটক

[C] পাঞ্জাব

[D] কেরালা

Answer: [A]

 

18. Indian Meteorological Department অনুসারে নিম্নের কোনটি অতিবৃষ্টির (Cloudburst) বৈশিষ্ট্য?

1. একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে অল্প সময়ে ভারি বৃষ্টি

 2. এটি সাধারণত বর্ষাকালে ঘটে এবং আকস্মিক বন্যা ভূমিধ্বসের সূত্রপাত করে

[A] কেবলমাত্র 1

[B] কেবলমাত্র 2

[C] 1 এবং 2 উভয়েই

[D] 1 এবং 2 কোনোটিই নয়

Answer: [C]

 

19. তামিলনাড়ুর উপকূলভাগে বেশিরভাগ বৃষ্টিপাত ঘটে কোন্ সময়ে?

[A] অক্টোবর এবং নভেম্বর

[B] আগস্ট এবং সেপ্টেম্বর

[C] ডিসেম্বর জানুয়ারি

[D] ফেব্রুয়ারি মার্চ

Answer: [A]

 

20. কোন্ যন্ত্রে বৃষ্টিপাত মাপা হয়?

[A] রেইন গেজ

[B] ব্যারোমিটার

[C] পিরানি গেজ

[D] অল্টিমিটার

Answer: [A]

  

21. ভারতের ঋতুর উপর ভিত্তি করে, ‘কাল বৈশাখীশব্দটি কোন্ রাজ্যের সাথে যুক্ত?

[A] পশ্চিমবঙ্গ

[B] কৰ্ণাটক

[C] পাঞ্জাব

[D] কেরালা

Answer: [A]

 

22. রাজস্থানের পশ্চিম প্রান্তের জলবায়ু বর্ণনা করার জন্য কোন জলবায়ু প্রকার (Koppen’s Scheme) সবচেয়ে উপযুক্ত?

[A] Amw

[B] Aw

[C] Bwhw

[D] Cwg

Answer: [C] Bwhw

 

23. নিচের বিবৃতিগুলি বিবেচনা কর :

1. ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের পূর্বভাগ থেকে পশ্চিম ভাগ বেশি উষ্ণ থাকে, যা আয়ন বায়ুকে প্রভাবিত করে

 2. নাতিশীতোষ্ণ অঞ্চলে পশ্চিমী বায়ু সমুদ্রের পশ্চিম ভাগের তুলনায় পূর্ব ভাগকে বেশি উষ্ণ রাখে

উপরের কোন্ বিবৃতিটি/গুলি সঠিক?

[A] কেবলমাত্র 1

[B] কেবলমাত্র 2

[C] 1 এবং 2

[D] 1 এবং 2 কোনোটিই নয়

Answer: [C] 1 এবং 2

 

24. ভারতের কোন উপকূলীয় অঞ্চলটিহুদহুদ ঘূর্ণাবাত’-এর দ্বারা প্রভাবিত?

[A] চেন্নাই উপকূল

[B] কেরালা উপকূল

[C] অন্ধ্র উপকূল

[D] বঙ্গ উপকূল

Answer: [C] অন্ধ্র উপকূল

 

25. ভারতে আগষ্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক দেখা যায় কোন অঞ্চলে?

[A] পশ্চিমবঙ্গ

[B] মহারাষ্ট্র

[C] উত্তরপ্রদেশ

[D] রাজস্থান

Answer: [D] রাজস্থান

 

26. মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত?

[A] নাগাল্যান্ড

[B] মণিপুর

[C] ত্রিপুরা

[D] মেঘালয়

Answer: [D] মেঘালয়

 

27. ব্যারোমিটার পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে?

[A] অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে

[B] খুব গরম হবে

[C] খুব ঝড় হবে

[D] ঠান্ডা হবে

Answer: [C] খুব ঝড় হবে

 

28. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমীবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়

[A] জুন মাসের 1-5 তারিখের মধ্যে

[B] জুন মাসের 5-10 তারিখের মধ্যে

[C] জুন মাসের 10-15 তারিখের মধ্যে

[D] জুন মাসের 15-20 তারিখের মধ্যে

Answer: [C] জুন মাসের 10-15 তারিখের মধ্যে

 

29. NLM-এর full form কী?

[A] Northern Line of Monsoon

[B] Normal Line of Monsoon

[C] Northern Limit of Monsoon

[D] Normal Limit of Monsoon

Answer: [C] Northern Limit of Monsoon

 

30. ভারতে The National Metallurgical Laboratory কোথায় অবস্থিত?

[A] জামসেদপুর

[B] ধানবাদ

[C] রুর্কী

[D] রাঁচি

Answer: [A] জামসেদপুর

 

31. মে মাসে তিরুবনন্তপুরমের তাপমাত্রা বোম্বাইএর থেকে কম এবং জানুয়ারি মাসে বেশি হয় কেন?

[A] তিরুবনন্তপুরমে শীতল বায়ু এবং বোম্বাই উষ্ণ বায়ু প্রবাহিত হয়

[B] গ্রীষ্মকালে তিরুবনন্তপুরমে বেশি বৃষ্টিপাত হয়

[C] তিরুবনন্তপুরম Windward side এবং বোম্বাই Leeward side- অবস্থান করে

[D] বোম্বাইএর থেকে তিরুবনন্তপুরমে বেশি উদ্ভিদ রয়েছে

Answer: [B] গ্রীষ্মকালে তিরুবনন্তপুরমে বেশি বৃষ্টিপাত হয় 

 

32. পাঞ্জাব থেকে কোচি পর্যন্ত কীরূপ জলবায়ু দেখা যায়?

[A] Bsh

[B] Bwh

[C] Awf

[D] Cwe

Answer: [A] Bsh

 

33. ভারতের ওপর ITC-এর উত্তরদিকে স্থান পরিবর্তন কোন জলবায়ুর প্রভাবে হয়?

[A] উত্তরপূর্ব মৌসুমি বায়ু

[B] অপসৃত মৌসুমি বায়ু

[C] দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু

[D] পশ্চিমী মৌসুমি বায়ু

Answer: [C] দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু

 

34. ভারতে কোন্ রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়?

[A] মেঘালয়

[B] কেরালা

[C] রাজস্থান

[D] পশ্চিমবঙ্গ

Answer: [A] মেঘালয়

 

35. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবরনভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ হল

[A] দক্ষিণপূর্ব আয়ন বায়ু

[B] প্রত্যাবর্ত মৌসুমী বায়ু

[C] পশ্চিমী ঝঞ্ঝা

[D] অক্লুসান

Answer: [B] প্রত্যাবর্ত মৌসুমী বায়ু

 

36. কোন্ সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে?

[A] 1-10 জুন

[B] 10-20 জুন

[C] 20-30 জুন

[D] 1-15 জুন

Answer: [A] 1-10 জুন

 

37. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়

[A] বর্ষার প্রথমে

[B] বর্ষার শেষে

[C] শীতকালে

[D] গ্রীষ্মকালে

Answer: [B] বর্ষার শেষে

 

38. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক

[A] জেট স্ট্রীম

[B] তাপমান

[C] হিমালয় পর্বতের অবস্থান

[D] নিম্ন বায়ুর গতিবিধি

Answer: [A] জেট স্ট্রীম

 

39. গ্রীষ্মকালে ভারতের বিহার উত্তর প্রদেশের মধ্যে দিয়ে যে ঘূর্ণবাত প্রবাহিত হয় তাকে বলে

[A] কালবৈশাখী

[B] আম্রবৃষ্টি

[C] লু

[D] আঁধি

Answer: [D] আঁধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Translate »