Latest Post

হর্যঙ্ক বংশ কুইজ ( Haryanka dynasty quiz) Quiz part -18 English grammar quiz. Quiz part – 17 আধুনিক ভারতের ইতিহাস কুইজ ( Modern history of India quiz) Quiz part -16 ভারতের জলবায়ু কুইজ (Climate of India quiz) Quiz – part 15 ভারতের সংবিধান কুইজ ( Constitution of India quiz) Quiz Part-14

Geography of India. Chapterwise practice set(Mineral resources of India).ভারতের ভূগোল। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। চ্যাপ্টার – ভারতের খনিজ সম্পদ।

 

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের প্রস্তুতি কে অন্য মাত্রায় নিয়ে যেতে আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সিরিজ, যেখানে আপনারা আপনাদের প্রস্তুতি কে ঝালিয়ে নিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো থেকে নেওয়া। আপনারা এই প্রশ্নগুলো থেকে নিজেদের প্রস্তুতি কে যাচাই করে নিন।

 

1. ভারতে কোন্ অঞ্চলটি তেলের নিষ্কাশনে সর্ব্বোচ্চ স্থানে রয়েছে?

[A] বোকারো

[B] কোলার

[C] ঝরিয়া

[D] মুম্বাই হাই

 

2. ভারতে কোল কন্ট্রোলার’স অর্গানাইজেশন (CCO)-এর ভূমিকা কী?

1. CCO – ভারত সরকারের কয়লা পরিসংখ্যানের প্রধান উৎস।

2. এটি ক্যাপটিভ কোল/লিগনাইট ব্লকের উন্নয়নের অগ্রগতি বিষয়ে নজরদারি চালায়।

3. এটি কয়লা সমৃদ্ধ এলাকা অধিগ্রহণের জন্য সরকারি বিজ্ঞপ্তির বিষয়গুলিতে আপত্তি শুনে।

4. এটি নিশ্চিত করে যে কয়লা ও খনির কোম্পানিগুলি নির্ধারিত সময়ে প্রান্তিক ব্যবহারকারীদের কাছে কয়লা সরবরাহ করে।

 

[A] 1, 2 এবং 3

[B] শুধুমাত্র 3 এবং 4

[C] শুধুমাত্র 1 এবং 2

[D] 1, 2 এবং 4

 

3. ভারতের সর্ববৃহৎ সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত?

1. ভারতের সর্ববৃহৎ সোলার পার্ক গুজরাটে অবস্থিত।

2. কেরালায় পুরোপুরি সৌরবিদ্যুৎচালিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

3. ভারতের সর্ববৃহৎ ভাসমান সৌর ফোটোভোল্টাইক প্রকল্প গোয়াতে অবস্থিত। উপরের কোন বিবৃতিগুলি সঠিক?

 

[A] 1 এবং 2

[B] শুধুমাত্র 2

[C] 1 এবং 3

[D] শুধুমাত্র 3

 

4. ভারতের সর্ববৃহৎ অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি?

[A] ঝাড়খণ্ড

[B] ওডিশা

[C] তেলেঙ্গানা

[D] অন্ধ্রপ্রদেশ

 

5. ভারতে ভূমিবেষ্টিত সুরক্ষিত বন্দর কোনটি?

[A] কলকাতা

[B] বিশাখাপত্তনম

[C] চেন্নাই

[D] পারাদ্বীপ

 

6. নোটুবুরু লৌহ আকরিক খনিটি কোথায় অবস্থিত?

[A] সিংভূম জেলা

[B] ময়ূরভঞ্চ জেলা

[C] বস্তার জেলা

[D] দুর্গ জেলা

 

7. গন্ডোয়ানা কয়লা খনি কোথায় অবস্থিত?

[A] আসাম

[B] ঝাড়খণ্ড

[C] মধ্যপ্রদেশ

[D] বিহার

 

8. ভারতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প কোথায় অবস্থিত?

[A] উত্তরাখন্ড

[B] জম্মু ও কাশ্মীর

[C] হিমাচল প্রদেশ

[D] সিকিম

 

9. ভারতের সর্ববৃহৎ চুনাপাথর উৎপাদনকারী রাজ্য কোনটি?

[A] রাজস্থান

[B] মহারাষ্ট্র

[C] অন্ধ্রপ্রদেশ

[D] মধ্যপ্রদেশ

 

10. ভারতে যে ধরনের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তা কী?

[A] অ্যন্থ্রাসাইট

[B] বিটুমিনাস

[C] লিগনাইট

[D] পিট

 

11. ভারতের কোথায় হীরার খনি রয়েছে?

[A] তেলেঙ্গানা

[B] কর্ণাটক

[C] মধ্যপ্রদেশ

[D] তামিলনাড়ু

 

12. ভারতের কয়লা খনিগুলিকে রাষ্ট্রায়ত্ত করা হয় কবে?

[A] 5 এপ্রিল, 1952

[B] 4 মার্চ, 1956

[C] 19 এপ্রিল, 1961

[D] 1 মে, 1973

 

13. নিচের কোন জোড়ের মিল সঠিক নয়?

[A] পান্না : হীরা

[B] নেয়ভেলী : লিগনাইট

[C] মহীশূর : মার্বেল

[D] সম্ভর : লবণ

 

14. উৎপাদনের পরিমাণ ও মানের নিরিখে ভারতের প্রাচীন ও সমৃদ্ধতম কয়লাখনি অঞ্চল কোথায় অবস্থিত?

[A] বোকারো

[B] ঝরিয়া

[C] রানিগঞ্জ

[D] মাকুম নাজিরা

 

15. নিম্নের কোন্ স্থানে বাঁধ নির্মান করে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব?

[A] পার্বত্য এলাকা

[B] মরুভূমি

[C] সমতল

[D] সমুদ্র

 

16. রাম্মাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

[A] জলপাইগুড়ি

[B] সিকিম

[C] কোচবিহার

[D] দার্জিলিং

 

17. উদয়পুর জেলার জাওয়ার খনি কোন্ খনিজের কারণে বিখ্যাত?

[A] বক্সাইট

[B] সোনা

[C] কপার / তামা

[D] জিঙ্ক

 

18. ভারতের সর্বোচ্চ পরিমাণে ম্যাঙ্গানীজ উৎপাদনকারী রাজ্য কোনটি?

[A] ঝাড়খণ্ড

[B] ওডিশা

[C] বিহার

[D] গোয়া

 

19. ভারত বিষয়ে নীচের বিবৃতিগুলি বিচার কর

1. মোনাজাইট বিরল মৃত্তিকার উৎস।

2. মোনাজাইটের মধ্যে থোরিয়াম থাকে।

3. ভারতের উপকূলবর্তী বেলাভূমিতে প্রাকৃতিকভাবেই মোনাজাইট উৎপন্ন হয়।

4. ভারতে শুধুমাত্র সরকারি সংস্থাই মোনাজাইট রপ্তানি করতে পারে। উপরের কোন্ বিবৃতিগুলি সঠিক?

 

[A] 1, 2 এবং 3

[B] 1, 2 এবং 4

[C] 3 এবং 4

[D] 1, 2, 3 এবং 4

 

20. ভারতে ভূখণ্ড-বেষ্টিত সুরক্ষিত বন্দর কোনটি?

[A] কলকাতা

[B] বিশাখাপত্তনম

[C] চেন্নাই

[D] পারাদ্বীপ

 

21. ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত?

[A] পাতিয়ালা

[B] গোরক্ষপুর

[C] সুরাটগড়

[D] বর্ধমান জেলা

 

22. ভারতের কোন্ রাজ্যে টার্সিয়ারী কয়লা পাওয়া যায়?

[A] মধ্যপ্রদেশ

[B] বিহার

[C] জম্মু ও কাশ্মীর

[D] ওডিশা

 

23. কোন প্রকল্পের অধীনে সর্ববৃহৎ ভূ-গর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে?

[A] সালাল প্রকল্প

[B] নাথপা ঝাকরি

[C] ভাকরা নাঙ্গাল

[D] দামোদর

 

24. প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়?

[A] গুজরাট

[B] রাজস্থান

[C] মহারাষ্ট্র

[D] তামিলনাড়ু

 

25. লৌহ আকরিকের প্রধান রপ্তানিকারক বন্দর কোনটি?

[A] মার্মাগীও বন্দর

[B] কাঙালা বন্দর

[C] মুম্বই বন্দর

[D] কোচিন বন্দর

 

26. ন্যাশনাল ওয়াটার গ্রীড (নদী সংযুক্তি প্রকল্প) ধারণাটির প্রবক্তা কে?

[A] কে. এল. রাও

[B] নরসিংহ রাও

[C] অটল বিহারী বাজপেয়ী

[D] নরেন্দ্র মোদী

 

27. ডিসেম্বর 2021 অনুসারে ভারতে কতগুলি পারমাণবিক শক্তিকেন্দ্র রয়েছে?

[A] 7

[B] 9

[C] 6

[D] 10

 

28. ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র তারাপুর কোন্ রাজ্যে অবস্থিত?

[A] মহারাষ্ট্র

[B] তামিলনাড়ু

[C] অন্ধ্রপ্রদেশ

[D] গুজরাট

 

29. রাজ্য ও আদিন জীবিকা চাষের জোড়াগুলির মধ্যে কোনটি ভুল?

[A] কুরুওয়া – ঝাড়খন্ড

[B] কোমান – কেরালা

[C] পোড় – অম্রপ্রদেশ

[D] দাহিয়া – মধ্যপ্রদেশ

 

30. ভারতে গ্রিড সমতা বাধা ভাঙ্গার জন্য প্রথম সৌর প্রকল্প কোনটি?

[A] ভাডলা সৌর উদ্যান

[B] করল আল্ট্রা মেগা সোলার পার্ক

[C] রেওয়া আল্ট্রা মেগা সোলার

[D] চারঙ্ক সৌর উদ্যান

 

31. ভারতে কোন বন্দর সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করে?

[A] মার্মাগীও বন্দর

[B] কাঙালা বন্দর

[C] মুম্বই বন্দর

[D] কোচিন বন্দর

 

32. গহনাকে আরো মজবুত করতে সোনার সাথে কোন্ ধাতু মেশানো হয়?

[A] ম্যাঙ্গানিজ

[B] মাইকা

[C] অ্যালুমিনিয়াম

[D] তামা

 

33. কোটেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপরে অবস্থিত?

[A] দামোদর

[B] ভাগীরথী

[C] গোমতী

[D] কোশী

 

34. ছোটনাগপুরে কোন খনিজ পাওয়া যায় না?

[A] সোনা

[B] লৌহ আকরিক

[C] ক্রোমাইট

[D] কয়লা

 

35. 2022 সালের হিসেব অনুযায়ী কোন রাজ্যে ম্যাঙ্গানিজ সর্বাধিক পরিমাণে সঞ্চিত আছে?

[A] মহারাষ্ট্র

[B] অরুণাচলপ্রদেশ

[C] কর্ণাটক

[D] ছত্তিশগড়

 

36. ভারতের কোন রেলওয়ে জোন সম্প্রতি তার পুরো রুটের 100% বিদ্যুতায়ন সম্পন্ন করেছে?

[A] সাউথ সেন্ট্রাল রেলওয়ে

[B] কোঙ্কন রেলওয়ে

[C] নর্থ-ইস্টার্ন রেলওয়ে

[D] হারবার রেলওয়ে

 

37. ভারতে হ্যামাটাইট আকরিক সর্বাধিক পরিমাণে সঞ্চিত রয়েছে কোন রাজ্যে?

[A] রাজস্থান

[B] তামিলনাড়ু

[C] মহারাষ্ট্র

[D] ওড়িশা

 

38. কোন সম্পদটি উৎপাদনে নামচিক-নামফাই এলাকা বিখ্যাত?

[A] পেট্রোলিয়াম

[B] কয়লা

[C] লৌহ আকরিক

[D] চুনাপাথর

 

39. ভারতের গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড প্রজাতিকে সুরক্ষিত রাখার জন্য গুজরাটে সম্প্রতি কোন পদক্ষেপ নেওয়া হয়েছে?

[A] ভূ-অভ্যন্তরে বিদ্যুতের তার বিছানোর কাজ বন্ধ

 

40. ভারতে কোন বন্দর সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করে?

[A] উত্তরপ্রদেশ

[B] গোয়া

[C] মহারাষ্ট্র

[D] গুজরাট

 

41. গহনাকে আরো মজবুত করতে সোনার সাথে কোন্ ধাতু মেশানো হয়?

[A] ম্যাঙ্গানিজ

[B] মাইকা

[C] অ্যালুমিনিয়াম

[D] কপার

 

42. নামচিক-নামফক এলাকাগুলি নিম্নের কোন্ সম্পদটি পর্যাপ্ত পরিমাণে উৎপাদনের জন্য বিখ্যাত?

[A] পেট্রোলিয়াম

[B] কয়লা

[C] লৌহ আকরিক

[D] চুনাপাথর

 

43. হিমাচল প্রদেশে মনিকরণ জায়গাটি — এর জন্য বিখ্যাত।

[A] সৌরশক্তি

[B] ভূ-শক্তি

[C] জৈবশক্তি

[D] বায়ুশক্তি

 

44. ভারতে আমদানীকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন্ দ্রব্যটির স্থান প্রথমে?

[A] সোনা

[B] প্লাটিনাম

[C] পেট্রোলিয়াম পণ্য

[D] অশোধিত পেট্রোলিয়াম পণ্য

 

45. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদনকেন্দ্র অবস্থিত —

[A] তামিলনাড়ুতে

[B] অন্ধ্রপ্রদেশে

[C] মহারাষ্ট্রে

[D] গুজরাটে

 

46. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক হল —

[A] রাজস্থান

[B] ওড়িশা

[C] ঝাড়খণ্ড

[D] ছত্তিশগড়

 

47. শারাবর্তী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?

[A] কেরালা

[B] কর্ণাটক

[C] মহারাষ্ট্র

[D] মধ্যপ্রদেশ

 

48. নিম্নলিখিত কোন্ রাজ্যে Kareham Wangtoo Hydroelectric plant অবস্থিত?

[A] জম্মু এবং কাশ্মীর

[B] হিমাচলপ্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] রাজস্থান

 

49. ভারতের কোন্ জায়গায় পুরু কয়লার স্তর দেখতে পাওয়া যায়?

[A] সিঙ্গারাউলি

[B] ঝাড়খণ্ড

[C] কার্গিল

[D] কামটে

 

50. PEACE প্রকল্পটির ওপর ভারত কোন্ দেশের সাথে সংঘবদ্ধ ভাবে কাজ শুরু করেছে?

[A] ফ্রান্স

[B] আমেরিকা

[C] জাপান

[D] UAE

 

51. কোনটি সবথেকে পুরানো atomic power station?

[A] কালপাক্কম

[B] তারাপুর

[C] নারোরা

[D] কোটা

 

52. ভারতের মধ্যে সবচেয়ে গভীরতম কয়লাখনি কোনটি?

[A] কোলার

[B] রানীগঞ্জ

[C] ক্ষেত্ৰী

[D] ঝড়িয়া

 

53. ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী কেন্দ্র কোনটি?

[A] শিবালিক

[B] গন্ডোয়ানা

[C] বিদোয়ান

[D] কুডাপ্পা

 

54. সাগর সম্রাট হল —

[A] মুম্বাই হাই-এর একটি তৈল শোধনাগার

[B] ভারত মহাসাগরের একটি দ্বীপ

[C] আন্টার্কটিকা অভিযানে ব্যবহৃত একটি জাহাজ

[D] একটি মহাকাশ যান

 

55. Placer deposits হিসেবে নিম্নলিখিত কোন্ বিকল্পটি পরিচিত?

[A] সমুদ্রযুক্ত স্থানে বালুকাময় স্তরে প্রাপ্ত ধাতু

[B] উপত্যকা যুক্ত অঞ্চলে খনিজ পদার্থ

[C] ভূ-ভাগের বালুকাময় স্তরে প্রাপ্ত ধাতু

[D] কোনোটি নয়

 

56. নারিকেল তেল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?

[A] গোয়া

[B] কেরালা

[C] কর্ণাটক

[D] তামিলনাড়ু

 

57. ভারতের মধ্যে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয় — থেকে।

[A] পেট্রোলিয়াম

[B] কয়লা

[C] নিউক্লিয়ার

[D] হাইড্রোইলেক্ট্রিসিটি

 

58. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম Green Hydrogen Plant কোথায় স্থাপিত হবে?

[A] জামনগর তৈলশোধনাগার

[B] মথুরা তৈলশোধনাগার

[C] পারাদ্বীপ তৈলশোধনাগার

[D] হলদিয়া তৈলশোধনাগার

 

59. ভারতে সঞ্চিত কয়লার ৪০% কোথায় সঞ্চিত আছে?

[A] গোদাবরী অববাহিকায়

[B] দামোদর অববাহিকায়

[C] মহানদী অববাহিকায়

[D] শোন অববাহিকায়

 

60. কোন ভারতীয় সৌরশক্তি ফার্মটি Mercom Capital-এর দ্বারা energy company 2020 ধারণ ক্ষমতার দিক থেকে প্রথম স্থানের মর্যাদা লাভ করে?

[A] টাটা সোলার

[B] আদানিগ্রীন

[C] জিঙ্কো সোলার

[D] ওয়ারি এনার্জিস

 

61. কোন জায়গাটি তাম্রখনির জন্য বিখ্যাত?

[A] ক্ষেত্রি

[B] কেওনঝড়

[C] গয়া

[D] সানা

 

62. তপোবন বিগড় জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

[A] হিমাচল প্রদেশ

[B] লাদাখ

[C] উত্তরাখণ্ড

[D] জম্মু এবং কাশ্মীর

 

63. লৌহ-অয়স্ক খাদান কোথায় অবস্থিত?

[A] বিহার

[B] কর্ণাটক

[C] ওডিশা

[D] অন্ধ্রপ্রদেশ

 

64. ক্ষেত্রি কপার বেল্টটি কোন্ রাজ্যে অবস্থিত?

[A] উত্তরপ্রদেশ

[B] রাজস্থান

[C] মধ্যপ্রদেশ

[D] ঝাড়খণ্ড

 

65. ভারতের কোন্ রাজ্যটি একমাত্র হীরা উৎপাদনকারী রাজ্য?

[A] উত্তরাখণ্ড

[B] মধ্যপ্রদেশ

[C] কলকাতা

[D] অন্ধ্রপ্রদেশ

 

66. ভারতের কোন্ বৃহত্তম কয়লাখনি থেকে সবচেয়ে বেশি বিটুমিনাস কয়লা পাওয়া যায়?

[A] ঝরিয়া

[B] ইয়েলাণ্ডু

[C] তালচের

[D] রামপুর

 

67. নেভেলী, সিথারেনী, কোরবা এবং সিংরৌলি খনিগুলিতে পাওয়া যায় –

[A] অভ্র

[B] লৌহ আকরিক

[C] বক্সাইট

[D] কয়লা

 

68. অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হল –

[A] তামার আকরিক

[B] বক্সাইটের আকরিক

[C] অভ্রের আকরিক

[D] ম্যাঙ্গানিজের আকরিক

 

69. Luhri Hydro-Electric Power Project যে নদীর উপর অবস্থিত –

[A] সুতলেজ

[B] বিস নদী

[C] রভি নদী

[D] চেনাব নদী

 

70. নিচের কোন্ তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত?

[A] তাতিপাকা

[B] বঙ্গাইগাঁও

[C] নুমালিগড়

[D] ডিগবয়

 

71. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

[A] তেলেঙ্গানা

[B] কেরল

[C] জন্মু ও কাশ্মীর

[D] অন্ধ্রপ্রদেশ

 

72. কাঁকরাপাড় পারমাণবিককেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত?

[A] কোটা

[B] কালপক্কম

[C] সুরাট

[D] মুম্বাই

 

73. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৪০% অবস্থান করছে—

[A] দামোদর উপত্যকায়

[B] শোন উপত্যকায়

[C] মহানদী উপত্যকায়

[D] গোদাবরী উপত্যকায়

 

74. নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়?

[A] জলবিদ্যুৎ

[B] সৌরশক্তি

[C] জ্বালানি কোষ

[D] বায়ু শক্তি

 

75. সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরের কোন নদীতীরে গড়ে উঠেছে?

[A] ঝিলাম

[B] রবি

[C] চিনাব

[D] বিস

 

76. ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সঞ্চিত রয়েছে?

[A] বিহার

[B] ওড়িশা

[C] কর্ণাটক

[D] রাজস্থান

Answers:

1. [D]

2. [D]

3. [A]

4. [A]

5. [B]

6. [A]

7. [B]

8. [B]

9. [A]

10. [B]

11. [C]

12. [D]

13. [C]

14. [B]

15. [A]

16. [D]

17. [D]

18. [B]

19. [D]

20. [B]

21. [C]

22. [C]

23. [B]

24. [C]

25. [A]

26. [A]

27. [A]

28. [D]

29. [B]

30. [C]

31. [B]

32. [A]

33. [B]

34. [D]

35. [B]

36. [B]

37. [D]

38. [B]

39. [A]

40. [B]

41. [D]

42. [B]

43. [B]

44. [D]

45. [A]

46. [D]

47. [B]

48. [B]

49. [B]

50. [B]

51. [B]

52. [A]

53. [B]

54. [A]

55. [A]

56. [B]

57. [B]

58. [B]

59. [B]

60. [B]

61. [A]

62. [C]

63. [C]

64. [B]

65. [B]

66. [A]

67. [D]

68. [B]

69. [A]

70. [C]

71. [C]

72. [C]

73. [A]

74. [C]

75. [C]

76. [B]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Translate »