Geography of india in bengali. Chapter wise question answer.Chapter – Landforms and rivers of india.
বন্ধুরা তোমাদের চাকরি পাওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা শুরু করেছি আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব। এখানে ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। পর্ব#১।
– বমডিলা
২.তাণ্ডী নদীর মোহনায় কোন্ শহর অবস্থিত?
– সুরাট
৩.প্রাচীন ভারতীয় ভূগোল________এর উপর নির্ভর করে।
– বর্ণ
৪.আন্দামান ও নিকোবর কোন্ ধরনের দ্বীপ ?
-আর্কিপেলাগো
৫.ভাগীরথী ও অলকানন্দা নদী দু’টি কোথায় মিলিত হয়েছে?
-দেব প্রয়াগ
৬.________এর বৈশিষ্ট্য হল বদলন্দ ভূ-প্রকৃতি।
-চম্বল উপত্যকা
৭. সিন্ধু কোন ধরনের নদী ?
-পূর্ববর্তী নদী
৮.কর্কটক্রান্তি রেখা কোন স্থানের ওপর দিয়ে যায়নি?
– প্রয়াগরাজ
৯. কত সালে ভারতীয় রাজ্যগুলির ভাষাভিত্তিক সীমানির্ধারণ হয়?
-1956
১০.পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত ?
– মধ্যবর্তী হিমালয় – এ ।
১১.বিয়স নদী যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে যায় সেগুলি হল—
-পাঞ্জাব হিমাচল প্রদেশ
১২. গঙ্গা বিধৌত সমভূমির পাললিক মৃত্তিকা উৎসগতভাবে__
– আ্যজোনাল
১৩.ভারতের কোন প্রতিবেশীর দেশের সরকারি ভাষা বার্মিজ ?
– মায়ানমার
১৪. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় ?
– 1 নভেম্বর 1956
১৫. ভারতের কোন নদী ‘দক্ষিণের গঙ্গা ‘ নামে পরিচিত ?
– গোদাবরী
১৬. নর্মদা নদীর উৎসস্থল কোথায় ?
– অমরকণ্টক পাহাড়
১৭. ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
– গোয়া
১৮. হঠাৎ অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কে বলা হয় ____
– মৌসুমের বিস্ফোরণ
১৯. কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না ?
– উত্তরপ্রদেশ
২০. কোন নদী আরব সাগরে পতিত হয়েছে ?
– নর্মদা
২১. ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতটির নাম কি?
-নন্দাদেবী
২২. গোরিচেন শৃঙ্গ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
– অরুণাচলপ্রদেশ
২৩.কোন্ রাজ্যের উচ্চতম শৃঙ্গ দেওমালী ?
-ওডিশা
২৪.ভারতের কোন্ রাজ্যে মাউন্ট টাই (Mount Tiyi) অবস্থিত?
-নাগাল্যান্ড
২৫.কোন্ নদীর অপর নাম ভ্যায়থ?
-ঝিলাম
২৬. ভাজ গুহা কোথায় অবস্থিত?
– মহারাষ্ট্র
২৭.অন্নপূর্ণা পর্বতশৃঙ্গটি হিমালয়ের কোন্ অঞ্চলে অবস্থিত?
– নেপাল
২৮.কোনটি ভূমিধ্বসের ব্যাপক প্রশমন পদ্ধতি নয় ?
-ভূমিধ্বস আটকাতে গাছপালা আবরণ হ্রাস ।
২৯.ভারতের কোন্ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা ! রয়েছে?
-মেঘালয়
৩০. কোন্ পর্বতশৃঙ্গটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত?
– নন্দদেবী
৩১. কোন্ রাষ্ট্রের সাথে স্থলভাগে ভারতের সীমানা
নেই ?
-শ্রীলঙ্কা
৩২.কোনটি রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা ?
-লুনি
৩৩. কোনটি ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে?
– পক্ প্রণালী
৩৪.কোন রাজ্যটি ‘ Molasis basin ‘ নামে পরিচিত ?
– মিজোরাম
৩৫. কুমারী নদীটি কোন নদীর উপনদী ?
– কংসাবতী
৩৬. দক্ষিণ ভারতের গান্ডিকোটা ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে ?
– পিনার
৩৭ . কোন রাজ্যে নর্মদা উৎপত্তি লাভ করেছে ?
– মধ্যপ্রদেশ
৩৮. প্রাচীন ভারতীয় ভূগোলের প্রধান উৎস হলো___
– হিন্দু পুরাণ , পর্যটকদের বিবরণ , শুদ্ধ আইনসমূহ ।
৩৯. কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে ?
– অন্ধ্রপ্রদেশ
৪০. করমণ্ডল উপকূল কোন ভূমিকম্প প্রবন এলাকার আওতায় পড়ে ?
– II
৪১. ২০২২ সাল অনুযায়ী ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি ?
– পীর পাঞ্জল সুড়ঙ্গ
৪২. তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে ?
– তরাই
৪৩. কোয়েল কোন্ নদীর উপনদী ?
– শোন
৪৪. কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে ?
– গুজরাট
৪৫. ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কী ?
– গুহর মোতী , স্যার ক্রিক
৪৬. তাপি নদী কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে ?
– মধ্যপ্রদেশ
৪৭.________ ইস্টার্ন ঘাট ও ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় বিভক্ত
– দাক্ষিণাত্যের মালভূমি
৪৮. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
– ভেম্বানদ
৪৯. কোন নদী গুলি দেবপ্রয়াগে মিলিত হয়েছে ?
– ভাগীরথী এবং অলকানন্দা
৫০.নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে _______অবস্থিত
– কাঞ্চনজঙ্ঘা
৫১. ভারতের প্রতিবেশী দেশ আফগািস্তানের রাজধানীর নাম কী ?
– কাবুল
৫২. কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
– তিস্তা
৫৩. কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী ?
– শ্রীলঙ্কা এবং মালদ্বীপ
৫৪. 2022 সালের এপ্রিল মাসের হিসাবে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র লাদাখের সাথী আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়?
– পাকিস্তান
৫৫. কোন রাজ্যে মোহনদী অববাহিকা বিস্তার লাভ করেনি ?
– উত্তরপ্রদেশ
৫৬. ভারতের প্রতিবেশী দেশ কোনটি ?
– রাশিয়া
৫৭. হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
– সুবর্ণরেখা
৫৮. ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় ?
– বাংলাদেশ
৫৯.কোন নদী তার উৎপত্তিস্থলে ভাগীরথী নামে পরিচিত ?
– গঙ্গা
৬০. সেপ্টেবরে ভেম্বোনাদ হ্রদে অনুষ্ঠিত সবচেয়ে প্রশংসিত কুমারাকম নৌকা প্রতিযোগিতাটি কোন উৎসবের সময় অনুষ্ঠিত হয় ?
– ওনাম
৬১. কোনটি ‘White Mountain ‘ বা ‘সাদা পর্বত ‘ নামে পরিচিত ?
– ধৌলগিরি
৬২. কোন নদীটি নেপালের অন্তর্ভুক্ত হিমালয়ে উৎপত্তি লাভ করেছে ?
– ঘাঘরা
৬৩. ভারতের কোন রাজ্যে নেতারহাট মাউন্টস বা ‘কুইন অফ ছোটনাগপুর’ অবস্থিত ?
– ঝাড়খণ্ড
৬৪. মুসি কোন নদীর উপনদী ?
– কৃষ্ণা
৬৫. 2011 সালের জনগণনার অধীনে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ?
– 35।