ANCIENT HISTORY OF INDIA IN BENGALI.Chapterwise question answer.(complete Harappan civilization).
এই পোস্ট এর মাধ্যমে প্রাচীন ভারতের একটি গুরুত্বপুর্ন অধ্যায় “হরপ্পা সভ্যতা” থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেওয়া হলো।
১. হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে?
– লোথাল।
২.সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কে ছিলেন?
– পশুপতি
৩. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
– রাভি নদীর তীরে।
৪. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
– ধলভীরা।
৫. হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়?
– বানোয়ালি এবং দাইমাবাদ।
৬. হরপ্পা তে কোন ধাতুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি?
– লোহা।
৭. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
– কৃষিকাজ।
৮. সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো –
– ইট দিয়ে তৈরি করা বাড়ি।
৯. হরপ্পা সভ্যতার কোন অংশটি “দুর্গ বা citadel” নামে পরিচিত?
– পূর্ব অংশটি।
১০. সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ আকৃতির স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
– মহেঞ্জোদারো।
১১. বেশিরভাগ হরপ্পার শীল গুলি কোন ধাতু দিয়ে তৈরি?
– স্টিয়াটাইট।
১২. কালিবোঙ্গান এলাকাটি বর্তমানে কোথায় অবস্থিত?
– রাজস্থান।
১৩. সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর হলো –
– লোথাল।
১৪. কোন ভারতীয় ঐতিহাসিক হরপ্পা সভ্যতার খননকার্যে নিযুক্ত ছিলেন?
– R. D. Banarjee।
১৫. মেসোপটেমিয়া তে হরপ্পা সভ্যতা কি নামে পরিচিত ছিল?
– মেলুহা।
১৬. হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি?
– রাখিগারি।
১৭.হরপ্পার কোন নগরীতে ইট নির্মিত বাড়ির প্রমাণ পাওয়া গেছে?
– কালিবঙ্গান।
১৮. নিওলিথিক ভারতে কোন ধাতুর ব্যবহার হতো?
– তমা।
১৯. হরপ্পা সভ্যতার কোন নগরীটি রাজস্থানে অবস্থিত?
– কালীবঙ্গান।
২০. মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
– রাখালদাস ব্যানার্জি।
২১. সিন্ধু সভ্যতার সবথেকে প্রাচীন বন্দর কোনটি?
– লোথাল।
২২. সিন্ধু সভ্যতার সঙ্গে কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়?
– মেসোপটেমিয়া।
২৩. কোন পশু সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল ?
– ঘোড়া।
২৪. সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতা?
– ক্যালকোলিথিক যুগীয় বা ব্রোঞ্জ যুগীয়।
২৫. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা?
– নগরকেন্দ্রিক সভ্যতা।
২৬. সিন্ধু সভ্যতা থেকে প্রধানত কি কি রপ্তানি করা হতো?
– সোনা ও রূপা।
২৭. “Indus civilization” বা ” সিন্ধু সভ্যতা” শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
– জন মার্শাল।
২৮. সিন্ধু সভ্যতার সবথেকে উত্তর দিকের অংশ হলো –
– রোপার।
২৯. সিন্ধু সভ্যতার সবথেকে দক্ষিণ দিকের অংশ হলো –
– দায়মাবাদ।
৩০.সিন্ধু সভ্যতার বন্দর শহর গুলি কি কি ?
– লোথল, সুতকাজেন্দর, আল্লাদিনো, বালাকোট, কুনতাসি।
৩১. মহেঞ্জোদারো নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
– সিন্ধু নদী।
৩২. চানুদারো নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
– সিন্ধু নদী।
৩৩. লোথাল নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
– ভোগোভা।
৩৪. কালিবঙ্গন এবং বানোয়ালী নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
– ঘাগর।
৩৫.ধোলোভিরা নগরীটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
– লুনি।
৩৫. একমাত্র কোন নগরীতে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে?
– সুরকতাদা ।
৩৬. দোয়াত এবং লিপিস্টিক কোন নগরীতে পাওয়া গেছে?
– চানহুদারো।
৩৭. সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য শস্য কি ছিল?
– গম ও বার্লি।
৩৮. সর্বপ্রথম হরপ্পার মানুষ কার্পাস বা তুলো আবিষ্কার করে যেটি গ্রীক দের কাছে কি নামে পরিচিত ছিল?
– সিন্ডন।