Latest Post

হর্যঙ্ক বংশ কুইজ ( Haryanka dynasty quiz) Quiz part -18 English grammar quiz. Quiz part – 17 আধুনিক ভারতের ইতিহাস কুইজ ( Modern history of India quiz) Quiz part -16 ভারতের জলবায়ু কুইজ (Climate of India quiz) Quiz – part 15 ভারতের সংবিধান কুইজ ( Constitution of India quiz) Quiz Part-14

Geography of India. Chapterwise practice set(Agriculture and irrigation of India).ভারতের ভূগোল। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। চ্যাপ্টার – ভারতের চাষাবাদ ও সেচব্যবস্থাপনা.

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের প্রস্তুতি কে অন্য মাত্রায় নিয়ে যেতে আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সিরিজ, যেখানে আপনারা আপনাদের প্রস্তুতি কে ঝালিয়ে নিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো থেকে নেওয়া। আপনারা এই প্রশ্নগুলো থেকে নিজেদের প্রস্তুতি কে যাচাই করে নিন।

 

1. World Water Day 2021 ভারতে চালু করেছিলেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদী। প্রোগ্রামটির নাম কি ছিল?

(A) Conserve the rain

(B) Catch the rain

(C) Cast the rain

(D) Call the rain

 

2. সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের শস্য লাভজনক হয়েছে?

(A) খাদ্যশস্য

(B) শাকসব্জি

(C) তৈলবীজ

(D) ভাল সা

 

3. ব্যাগ, মাদুর, দড়ি সুতো, কার্পেট এবং অন্যান্য হস্তশিল্পে এটি ব্যবহৃত হয়। এখানে কোন ফসলের কথা বলা হচ্ছে?

(A) পাট

(B) তুলা

(C) নারকেল

(D) সুপুরি

 

4. ভারতে সবুজ বিপ্লবের প্রথম অধ্যায় কোন সাল থেকে কোন সালের মধ্যে ঘটেছিল?

(A) 1940, 1950

(B) 1970, 1980

(C) 1960, 1970

(D) 1950, 1960

 

5. চিনি শিল্পের জন্য প্রধান কাঁচামাল কি?

(A) রাসায়নিক মিষ্টতা

(B) মিষ্টি আলু

(C) আপেল

(D) আখ

 

6. ভারতে গ্রীষ্মকালীন শস্য কোনটি?

(A) জাইদ

(B) বর্ষা

(C) পারিক

(D) রবি

 

7. নিম্নের কোনটি একটি প্রধান গম উৎপাদনকারী রাজ্য নয়?

(A) গোৱা

(B) পাঞ্জাব

(C) উত্তরপ্রদেশ

(D) হরিয়ানা

 

8. কাস্টর বীজ সম্বন্ধে সঠিক তথ্য কোনটি?

(A) এটি শুধুমাত্র রবিশস্য

(B) এটি রবি বা বর্ষার কোনোটিই নয়

(C) এটি শুধুমাত্র খারিফ শস্য

(D) এটি রবি ও খারিফ উভয় ধরনের শস্য

 

9. চিনি শিল্প কোন ধরনের শিল্পের সাথে যুক্ত?

(A) কৃষি ভিত্তিক শিল্প

(B) ভারী শিল্প

(C) জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি

(D) খনিজ ভিত্তিক শিল্প

 

10. ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল 1960-এর দশকে কোন ফসলের উচ্চফলনশীল জাতের প্রবর্তনের মাধ্যমে?

(A) জোয়ার এবং ভুট্টা

(B) চাল এবং গম

(C) বাজরা এবং পাট

(D) তুলা এবং পাট

 

11. সবুজ বিপ্লবের প্রধান সুবিধা কোনটি?

(A) খাদ্যশস্যের স্বয়ংপূর্ণতা

(B) সরকারের খাদ্যশস্যের মজুত হ্রাস

(C) খাদ্যশস্যের দাম বৃদ্ধি

(D) খাদ্যশস্যের আমদানি বৃদ্ধি

 

12. ভারতে কোন রাজ্যে সবুজ বিপ্লবের সর্বপ্রথম সূচনা হয়েছিল?

(A) মহারাষ্ট্র

(B) পাঞ্জাব

(C) উত্তরাখন্ড

(D) অন্ধ্রপ্রদেশ

 

13. ভারতের কোন রাজ্যে অ্যারাবিকা কফির চাষ হয়?

(A) আসাম

(B) উত্তরাখন্ড

(C) পশ্চিমবঙ্গ

(D) কর্ণাটক

 

14. কত সালে ভারতে প্রথম সিমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়?

(A) 2004

(B) 2014

(C) 1974

(D) 1904

 

15. পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক কে?

(A) নরম্যান বরলগ

(B) অ্যাডাম স্মিথ

(C) জওহরলাল নেহরু

(D) ভার্গীজ কুরিয়েন

 

16. ভারতের কোন কারখানা বাবা বুদন পর্বতের সামনে অবস্থিত?

(A) ভিলাই ইস্পাত কারখানা

(B) বিশ্বেশ্বরাইয়া লৌহ-ইস্পাত কারখানা

(C) রাউরকেল্লা ইস্পাত কারখানা

(D) দুর্গাপুর ইস্পাত কারখানা

 

17. কোন কারণে স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি গ্রহণ করা হয়?

(A) দ্রুত এলাকা পরিষ্কার করা

(B) মাটির উর্বরতা কমানো

(C) মাটির উর্বরতা পুনরায় ফিরিয়ে আনা

(D) দূষণ ঘটানোর জন্য

18. আসামে ‘ঝুম’ নামে কোন ধরনের কৃষি পরিচিত?

[A] নিবিড় চাষ

[B] অস্তিত্ব কৃষি

[C] আবাদ কৃষি

[D] স্থানান্তরিত কৃষি

 

19. নিচের কোনটি কৃত্রিম পশম হিসেবে পরিচিত?

[A] এক্রাইলিক

[B] নাইলন

[C] পলিয়েস্টার

[D] রেয়ন

 

20. ভারতে “টি বোর্ড” বিষয়ে নীচের বিবৃতিগুলি বিচার করুন:

1. টি বোর্ড হল একটি বিধিবদ্ধ সংস্থা

 

2. এটি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং ফারমার্স ওয়েলফেয়ারের সাথে যুক্ত একটি নিয়ন্ত্রক সংস্থা।

 

3. টি বোর্ডের প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে অবস্থিত।

 

4. দুবাই ও মস্কোতে বোর্ডের বিদেশি অফিস আছে।

 

[A] 1 এবং 3

[B] 2 এবং 4

[C] 3 এবং 4

[D] 1 এবং 4

 

21. নিচের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি?

[A] ভবানী সাগর

[B] শিবসমুদ্রম

[C] কৃষ্ণরাজা সাগর

[D] ভাকরা নাঙ্গাল

 

22. মেসুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

[A] মহানদী

[B] গোদাবরী

[C] কাবেরী

[D] কুয়া

 

23. প্রথম ধান গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল?

[A] কটক

[B] পুষা

[C] ব্যারাকপুর

[D] ধানবাদ

 

24. মধ্যপ্রদেশের নেপানগর কোন শিল্পের জন্য প্রসিদ্ধ?

[A] লৌহ ও স্টীল শিল্প

[B] বয়ন শিল্প

[C] চিনি শিল্প

[D] সংবাদপত্র মুদ্রণ

 

25. ভারতীয় কফির প্রধান ক্রেতা রাষ্ট্র কোনটি?

[A] যুক্তরাজ্য

[B] ইটালি

[C] যুক্তরাষ্ট্র

[D] জার্মানি

 

26. নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

[A] গুজরাট

[B] তেলেঙ্গানা

[C] পাঞ্জাব

[D] ওডিশা

 

27. নিচের স্থানগুলির মধ্যে কোনটি প্রধান শিল্প কেন্দ্র নয়?

[A] মাদুরাই

[B] কোয়েম্বাটুর

[C] মুম্বাই

[D] কলকাতা

 

28. আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন (SEZ) কি জন্য বিখ্যাত?

[A] পশম বয়ন শিল্প

[B] অটোমোবাইল এবং যন্ত্রাংশ

[C] দুগ্ধজাত পণ্য

[D] ইঞ্জিনিয়ারিং এবং মেশিন টুলস্

 

29. ভারতে সবুজ বিপ্লব প্রসঙ্গে HYVP-এর সম্পূর্ণ অর্থ কী?

[A] High Yielding Varieties Programme

[B] High Yielding Varieties Plants

[C] High Yielding Varieties Pattern

[D] High Yielding Varieties Patent

 

30. বিখ্যাত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে?

[A] নর্মদা

[B] সুবর্ণরেখা

[C] তাপ্তি

[D] গোদাবরী

 

31. সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন কোথায় অবস্থিত?

[A] পুণে

[B] হায়দ্রাবাদ

[C] জামনগর

[D] দিল্লি

 

32. ভারতের নীল বিপ্লবের সাথে কোনটি যুক্ত?

[A] উদ্যান পালন

[B] ফুলের চাষ

[C] মৎস চাষ

[D] রেশম চাষ

 

33. কাক্লাপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?

[A] নর্মদা

[B] গোদাবরী

[C] তাপ্তি

[D] মহানদী

 

34. কোন রাজ্যটি কাঁচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ?

[A] মধ্যপ্রদেশ

[B] রাজস্থান

[C] উত্তরপ্রদেশ

[D] মহারাষ্ট্র

 

35. গুজরাটের কোন শহর লবণ উৎপাদনের জন্য পরিচিত?

[A] ভদোদরা

[B] আহমেদাবাদ

[C] কান্ডালা

[D] জামনগর

 

36. ভারতে সবুজ বিপ্লব ক’টি ভাগে (Phase) বিভক্ত?

[A] একটি

[B] দু’টি

[C] তিনটি

[D] চারটি

 

37. রেশম কীট এবং ব্যাঙের লার্ভা পূর্ণাঙ্গে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

 

[A] মিউটেশন

[B] মেটামরফোসিস

[C] ডাইভার্সিফিকেশন

[D] ট্রান্সফিগারেশন

38. সবুজ বিপ্লব প্রসঙ্গে নিম্নের কোন বিবৃতিটি সত্য?

 

[A] এটি সময়ের সাথে ইনপুট হ্রাস করে

[B] এটি ফসলের ফলন বাড়ায়

[C] এটিতে উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার করা হয়

[D] এটিতে সার ও কীটনাশক প্রয়োজন হয়

39. জনতা পার্টি সময় তালিকা নির্ধারণ করার এক বছর পূর্বে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বাদ দেওয়া হয়?

 

[A] প্রথম

[B] চতুর্থ

[C] পঞ্চম

[D] সপ্তম

40. ভারতের কোন অঞ্চলে প্রচুর পরিমাণে গম চাষ হয়?

 

[A] পূর্বঘাট

[B] সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চল

[C] পাঞ্জাব হরিয়ানার সমভূমি

[D] পশ্চিমঘাট

41. 2021-22 সময়কালে কোন রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বিগত বছরের তুলনায় ৫০ টাকা বাড়ানো হয়েছে?

 

[A] বার্গি

[B] মুসুর

[C] কুসুম ফুল

[D] গম

42. “এটি এমন একটি ফসল যা খাদ্যদ্রব্য ও পশুখাদ্য উভয়ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এই খারিফ ফসলটি উৎপাদনে 21°C থেকে 27°C উত্তাপ প্রয়োজন হয় এবং প্রাচীন পলল মাটিতে ফলন ভাল হয়।”— কোন ফসলের কথা বলা হয়েছে?

 

[A] তিল

[B] ভুট্টা

[C] বাজরা

[D] রাগি

43. নীচের কোন তথ্যটি সঠিক?

44. ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য হল কর্ণাটক

45. অ্যারাবিকা হল একধরনের কফি

46. গোড়ার দিকে মেক্সিকো থেকে আনা অ্যারাবিকা জাতের কফি ভারতে উৎপন্ন হয়

 

[A] I, II এবং III

[B] শুধুমাত্র II এবং III

[C] শুধুমাত্র II

[D] শুধুমাত্র I এবং II

44. ভারতে সবুজ বিপ্লবের ফলে মূলত উৎপাদন বৃদ্ধি পেয়েছিল—

 

[A] রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাট

[B] হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ

[C] ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং উত্তরাখন্ড

[D] ছত্তিশগড়, বিহার এবং ওড়িশা

45. মধ্য ও দক্ষিণ ভারতের অর্ধশুষ্ক অঞ্চলের প্রধান খাদ্যশস্য কোনটি?

 

[A] জোয়ার

[B] ভুট্টা

[C] তু

[D] রাগী

46. ওড়িশার কোন শহরের নিকটে হিরাকুঁদ ড্যাম নির্মিত হয়েছে?

 

[A] কটক

[B] রৌরকেল্লা

[C] সম্বলপুর

[D] বালেশ্বর

47. ভারতের প্রাচীন কৃষি পদ্ধতিকে কী বলা হয়?

 

[A] কুরুবা

[B] খিল

[C] কুমারী

[D] ভ্যালরে

48. ভারতের কোন অঞ্চলে মাটি বিহীন কৃষিকাজ করা হয়?

 

[A] পশ্চিমঘাট

[B] দক্ষিণ-পূর্ব অঞ্চল

[C] হিমালয়ান বেল্ট

[D] উত্তর-পূর্ব অঞ্চল

49. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি?

 

[A] ছত্তিশগড়

[B] বিহার

[C] কেরালা

[D] পাঞ্জাব

50. হুগলি নদীর তীরে প্রথম কারখানা স্থাপিত হয়েছিল কোন সালে?

 

[A] 1645

[B] 1651

[C] 1648

[D] 1640

51. নিম্নের কোনটি খারিফ ফসল?

 

[A] আম

[B] শন

[C] রাবার

[D] কঞ্চি

52. ২০২২-এর এপ্রিল পর্যন্ত ভারতের সর্বাধিক তুলো উৎপাদনকারী রাজ্য কোনটি?

 

[A] গুজরাট

[B] তেলেঙ্গানা

[C] কর্ণাটক

[D] মধ্যপ্রদেশ

53. উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি?

 

[A] গম

[B] ধান

[C] ভুট্টা

[D] মিলেট

54. খারিফ ফসল কোন ঋতুতে জন্মায়?

 

[A] শরৎ

[B] বর্ষা

[C] বসন্ত

[D] শীত

55. শিল্পভিত্তিক কৃষি নামে পরিচিত কোনটি?

 

[A] নিবিড় কৃষি

[B] অস্তিত্ব কৃষি

[C] অবাদ কৃষি

[D] স্থানান্তরিত কৃষি

 

 

Let me know if you’d like any further modifications.

প্রশ্নোত্তর তালিকা (প্রশ্ন 56 থেকে শুরু)

56. কেন্দ্রীয় সরকার নিচের কোন জায়গায় পাম তেল হাব নির্মাণের পরিকল্পনা নিয়েছে?

 

[A] করমন্ডল উপকূল

[B] উত্তর-পূর্ব রাজ্যগুলি

[C] রামালসীমা

[D] সৌরাষ্ট্র

57. নিম্নলিখিত কোন কারখানাটি বাবা বুদন পর্বতের সামনে অবস্থিত?

 

[A] ভিলাই ইস্পাত কারখানা

[B] বিশ্বেসরাইয়া লৌহ-ইস্পাত কারখানা

[C] রাউরকেল্লা ইস্পাত কারখানা

[D] দুর্গাপুর ইস্পাত কারখানা

58. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা কোথায় অবস্থিত?

 

[A] কটকে

[B] ধানবাদে

[C] কানপুরে

[D] কোয়েম্বাটুরে

59. সিন্দ্রি ফার্টিলাইজার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত?

 

[A] মধ্যপ্রদেশ

[B] মহারাষ্ট্র

[C] বিহার

[D] ঝাড়খণ্ড

60. তাঞ্জাভুর ব-দ্বীপ অঞ্চলে বছরে তিনবার কোন ফসল চাষ করা হয়?

 

[A] গম

[B] ধান

[C] আখ

[D] বাদাম

61. বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য ভূমিভাগের ন্যূনতম কত শতাংশ অরণ্যের প্রয়োজন?

 

[A] 50%

[B] 40%

[C] 33%

[D] 25%

62. ভারতে তামাক ব্যবহার কে প্রথম চালু করেছিল?

 

[A] চিন

[B] পর্তুগীজ

[C] ব্রিটিশ

[D] ফ্রান্স

63. কোন দেশের সহযোগিতায় দুর্গাপুরের স্টীল কারখানাটি স্থাপন করা হয়েছিল?

 

[A] রাশিয়া

[B] জার্মানি

[C] ব্রিটেন

[D] ফ্রান্স

64. ভারতে কোথায় মুক্তা মাছ ধরা হয়?

 

[A] কোচিন

[B] কান্ডালা

[C] নাভাসেবা

[D] তুতিকোরিন

65. ওব্রা (Obra) কী?

 

[A] রাজস্থানের একটি কপার প্রকল্প

[B] উত্তরপ্রদেশের একটি সুপার থার্মাল পাওয়ার প্রকল্প

[C] কালপাক্কামে একটি অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট

[D] উত্তরপ্রদেশের রোটাংয়ের একটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্প

66. টিটাগড়, আমলাই, নিপানগর কোনটি জন্য বিখ্যাত?

 

[A] চিনি কারখানা

[B] জাহাজ কারখানা

[C] লৌহ ও স্টীল কারখানা

[D] কাগজ কারখানা

67. চেন্নাই-ব্যাঙ্গালুরু-কোয়েম্বাটুর-মাদুরাই এলাকাগুলি কিসের জন্য পরিচিত?

 

[A] অধিকতর শিল্পযুক্ত এলাকা

[B] অধিকতর কৃষিযুক্ত এলাকা

[C] ম্যানগ্রোভ অরণ্যযুক্ত এলাকা

[D] শুষ্ক পার্বত্য এলাকা

 

উত্তরমালা :

1. (B)

2. (A)

3. (A)

4. (C)

5. (D)

6. (A)

7. (A)

8. (D)

9. (A)

10. (B)

11. (A)

12. (B)

13. (D)

14. (D)

15. (A)

16. (B)

17. (A)

18. [D]

19. [A]

20. [D]

21. [B]

22. [C]

23. [A]

24. [D]

25. [B]

26. [B]

27. [A]

28. [B]

29. [A]

30. [A]

31. [A]

32. [C]

33. [C]

34. [C]

35. [C]

36. [B]

37. [B]

38. [C]

39. [C]

40. [C]

41. [D]

42. [B]

43. [A]

44. [B]

45. [A]

46. [C]

47. [C]

48. [D]

49. [C]

50. [B]

51. [B]

52. [A]

53. [A]

54. [B]

55. [A]

56. [B]

57. [B]

58. [A]

59. [D]

60. [B]

61. [C]

62. [B]

63. [C]

64. [D]

65. [B]

66. [D]

67. [A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Translate »