Geography of India. Chapterwise practice set(Soils and Natural Vegetation of India).ভারতের ভূগোল। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। চ্যাপ্টার – ভারতের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের প্রস্তুতি কে অন্য মাত্রায় নিয়ে যেতে আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সিরিজ, যেখানে আপনারা আপনাদের প্রস্তুতি কে ঝালিয়ে নিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো থেকে নেওয়া। আপনারা এই প্রশ্নগুলো থেকে নিজেদের প্রস্তুতি কে যাচাই করে নিন।
1. ভারতের মেঘালয় রাজ্যের কোন্ শহরে সর্বাধিক বৃষ্টিপাত হয়?
[A] শিলং
[B] মৌসিনরাম
[C] জোওয়াই
[D] বাগমারা
2. মাটিতে সূক্ষ কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে কী বলে?
[A] বেলেমাটি
[B] জলমগ্ন মৃত্তিকা
[C] কাদামাটি
[D] দোঁয়াশ মাটি
3. কেরালার ‘পীট’ মৃত্তিকা কী নামে পরিচিত?
[A] রেহ
[B] কারি
[C] কালার
[D] খুর
4. দন্ডকারণ্য ভারতের কোন্ অংশে অবস্থিত?
[A] উত্তর
[B] পূর্ব
[C] মধ্য
[D] পশ্চিম
5. ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক সেগুন বনভূমি রয়েছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] কর্ণাটক
[D] মধ্যপ্রদেশ
6. ভারতের কোথায় সর্ববৃহৎ বনভূমির অঞ্চল দেখা যায়?
[A] অরুণাচল প্রদেশ
[B] জম্মু ও কাশ্মীর
[C] মিজোরাম
[D] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
7. কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন্ জায়গায় বেশি দেখা যায়?
[A] ডেকান ট্র্যাপ
[B] সিন্ধু-গঙ্গা বিধৌত সমভূমি
[C] হিমালয়ের পর্বত্য অঞ্চল
[D] থর মরুভূমি
8. ‘India State of Forest Report 2019’ অনুযায়ী কোন্ রাজ্যটিতে সর্বাধিক বনভূমি রয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] কর্ণাটক
[C] ওডিশা
[D] মধ্যপ্রদেশ
9. উত্তর ভারতের সমভূমি কোন মৃত্তিকা দিয়ে গঠিত?
[A] ল্যাটেরাইট মৃত্তিকা
[B] শুষ্ক মৃত্তিকা
[C] পলল মৃত্তিকা
[D] কৃষ্ণ মৃত্তিকা
10. কোন উপাদানের আধিক্যের ফলে মৃত্তিকা অম্লধর্মী হয়?
[A] হাইড্রোজেন
[B] ফসফরাস
[C] নাইট্রোজেন
[D] অক্সিজেন
11. কাজুবাদাম বৃদ্ধিতে কোন মৃত্তিকা বেশি উপযোগী?
[A] লাল ল্যাটেরাইট মৃত্তিকা
[B] ব্ল্যাক কটন সয়েল
[C] অ্যালুভিয়াল মৃত্তিকা
[D] অ্যারিড মৃত্তিকা
12. কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে নিম্নের কোন্ বিবৃতিটি সঠিক নয়?
[A] এটি ডেকান ট্র্যাপ বরাবর দেখতে পাওয়া যায়
[B] এটির আর্দ্রতা ধরে রাখার ভালো ক্ষমতা রয়েছে
[C] গ্রীষ্মের সময় এটিতে ফাটল লক্ষ করা যায়
[D] এটিতে ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে
13. 2011-এর আদমসুমারি অনুযায়ী ভারতে মোট উর্বরতার হার (Total Fertility Rate) কত?
[A] 3.1 থেকে 3.9
[B] 2.1 থেকে 2.9
[C] 5.1 থেকে 5.9
[D] 4.1 থেকে 4.9
14. মাটির যে স্তরে হিউমাস ও খনিজ অত্যধিক পরিমাণে থাকে, সেই স্তরের মাটির রং কালো হয়। এটি সাধারণতঃ নরম সচ্ছিদ্র হয় এবং এর জলধারণ ক্ষমতাও বেশি হয়। একে বলা হয়:
[A] বি-হরাইজন
[B] বেডরক
[C] সি-হরাইজন
[D] টপসয়েল
15. সুন্দরি গাছের বনভূমি দেখা যায় –
[A] মহানদী বদ্বীপ
[B] গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
[C] গোদাবরী বদ্বীপ
[D] মুঠুপেট বদ্বীপ
16. নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে ভৌগলিক আয়তন অনুযায়ী সর্বোচ্চ শতাংশ বনভূমি রয়েছে?
[A] অরুণাচল প্রদেশ
[B] লাক্ষা দ্বীপ
[C] নাগাল্যান্ড
[D] মিজোরাম
17. ভারতের কালো কটন মৃত্তিকা কীরকম অবস্থাতে সৃষ্টি হয়?
[A] অমাটে অরণ্য মৃত্তিকা
[B] ভলকানিক রক্ যুক্ত ফাটল
[C] গ্রানাইট এবং চিস্ট
[D] সেল এ লাইম স্টোন (চুনাপাথর)
18. নিম্নলিখিত অঞ্চলের কোনটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বভূমি?
[A] কচ্ছ উপসাগর
[B] সুন্দরবন ব-দ্বীপ
[C] কোঙ্কন উপকূল
[D] চম্বল উপত্যকা
19. Peaty Soil ভারতের কোন্ রাজ্যে দেখা যায়?
[A] হরিয়ানা
[B] রাজস্থান
[C] কেরালা
[D] তামিলনাড়ু
20. Introduction of Joint Forest Management কোন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ?
[A] ন্যাশনাল ফরেস্ট পলিসি, ১৯৮৮
[B] ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম
[C] ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট, ১৯৭২
[D] কোনোটি নয়
21. ভারতের অরণ্য সম্পর্কে নীচের কোন্ জোড়াটি সঠিক?
1. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য : চন্দন গাছ
2. ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য : শোরিয়া রোবাস্টা
3. ক্রান্তীয় কণ্টক অরণ্য : ডালবেগিয়া শিশু
[A] কেবলমাত্র 1
[B] 1 এবং 2
[C] 2 এবং 3
[D] 1, 2 এবং 3
22. ভারতের মধ্যে ক্রান্তীয় অরণ্যকে বেশি কাজে লাগানো হচ্ছে, কারণ –
[A] এটি একমাত্র অরণ্য
[B] এখানে উন্নতমানের কাঠ পাওয়া যায়
[C] এখানে খুব সহজে প্রবেশ করা যায়
[D] নাতিশীতোষ্ব অঞ্চলের অরণ্য ছেদনে বিধিনিষেধ রয়েছে
23. ভারতবর্ষের কোন্ রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?
[A] মধ্যপ্রদেশ
[B] মিজোরাম
[C] নাগাল্যান্ড
[D] মেঘালয়
24. ক্রান্তীয় অঞ্চলে গাঢ় লাল রং-এর মাটিকে কী বলে?
[A] পিচি মৃত্তিকা (Peaty soil)
[B] লবণাক্ত মৃত্তিকা
[C] হলুদ মৃত্তিকা (Yellow soil)
[D] লাল মৃত্তিকা (Red soil)
25. ‘Soils of India, National Bureau of Soil Survey and Land use Planning report: Publication number – 94’ অনুযায়ী কোন্ ধরনের মাটির সর্বাধিক উপস্থিতি রয়েছে?
[A] ইনসেপটিসলস্
[B] মসিস
[C] আলফিস
[D] ওক্সিসল
26. কোন্ ধরনের মাটিতে জৈব অণু দেখা যায় যেখানে বিভিন্ন ধরনের খনিজ মৌল, পুষ্টিগত উপাদান এবং জলের আধিকা পাওয়া যায়?
[A] Horizon D
[B] Horizon C
[C] Horizon A
[D] Horizon B
27. প্রচন্ড বৃষ্টিপাত প্রবণ এবং অতি আর্দ্র এলাকায় কোন্ ধরনের মাটি দেখা যায়?
[A] পিচি মৃত্তিকা
[B] লবণাক্ত মৃত্তিকা
[C] হলুদ মৃত্তিকা
[D] লাল মৃত্তিকা
28. ভারতের কোন্ রাজ্যের জাতীয় গাছ চন্দন বৃক্ষ?
[A] পাঞ্জাব
[B] মধ্যপ্রদেশ
[C] কর্ণাটক
[D] রাজস্থান
29. ভারতীয় ভৌগলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়—
[A] ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
[B] ক্রান্তীয় উদ্ভিদ
[C] মনটনে অরণ্য
[D] ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য
30. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার –
[A] বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
[B] পুরাতন পলি
[C] নতুন পলি
[D] কর্দমাক্ত অঞ্চল
31. শোলা অরণ্য দেখা যায় –
[A] হিমালয় পর্বতে
[B] পশ্চিমঘাট পর্বতে
[C] বিন্ধ্য পর্বতে
[D] পূর্বঘাট পর্বতে
32. নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?
[A] ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি
[B] ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
[C] পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিষীতোয় বনভূমি
[D] ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি
33. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে—
[A] ল্যাটেরাইটজাত মৃত্তিকা
[B] লোহিত বা লাল মৃত্তিকা
[C] কৃষ্ণ মৃত্তিকা
[D] পলি মৃত্তিকা
34. পর্ণমোচী গাছে কি হয়?
[A] গ্রীষ্মে ফুল ঝরে যায়
[B] শীতে পাতা ঝরে যায়
[C] শীতে ফুল ঝরে যায়
[D] শীতে মরে যায়
35. নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) খাসি পাহাড় (Khasi Hills)
(C) পূর্বঘাট পর্বত
(D) কচ্ছ (Kuch)
36. “সামাজিক বনসৃজন” কার্যে—
(A) ইউক্যালিপ্টাস রোপন
(B) জ্বালানী জাতীয় বৃক্ষরোপন
(C) বনের সম্পদ বিক্রয়
(D) উপরোক্ত প্রতিটিই
37. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(A) দিল্লী
(B) ভোপাল
(C) দেরাদুন
(D) লক্ষ্ণৌ
38. ভারতের কোন্ তটীয় রাজ্যে মৃত্তিকাক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক?
(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) উড়িষ্যা
(D) কর্ণাটক
39. ‘রেগুর’ মৃত্তিকা হল—
(A) লোহিত মৃত্তিকা
(B) কৃষ্ণ মৃত্তিকা
(C) দোআঁশ মৃত্তিকা
(D) কোনটিই নয়
40. এন্ডেমিক উদ্ভিদ তারা, যারা জন্মায়—
(A) মিষ্টি জলে
(B) ছায়াযুক্ত অঞ্চলে
(C) অন্য উদ্ভিদের উপরে
(D) কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে
41. ভারতের ‘ল্যাটারাইটিক’ মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন—
(A) লৌহ কণায় সমৃদ্ধ
(B) ‘হিউমাস’ এ সমৃদ্ধ
(C) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ
(D) ইউরেনিয়াম সমৃদ্ধ
42. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম হল—
(A) ভাবর
(B) খাদার
(C) ভাঙ্গর
(D) ভুর
43. ভারতের ভূমিক্ষয়ের অন্যতম কারণ হল—
(A) অতিরিক্ত পশুচারণ
(B) বৃক্ষরোপণ
(C) বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমিকর্ষণ
(D) সবুজ বিপ্লব
44. প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলে—
(A) খাদার
(B) ভাঙ্গার
(C) পডসল
(D) সিরোজেন
45. হিমালয় পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা সাধারণত দেখা যায়—
(A) লোহিত মৃত্তিকা
(B) তরাই মৃত্তিকা
(C) পলল মৃত্তিকা
(D) পডসল
46. ভারতে ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি হল—
(A) বৃক্ষরোপণ
(B) অতিরিক্ত পশুচারণ
(C) বনোৎপাটন
(D) ঝুম চাষ
47. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে—
(A) রেগোলিথ
(B) খাদর
(C) রেগুর
(D) ভাবরানী
48. বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে—
(A) ভূমিক্ষয়
(B) দূষণ
(C) বন্যা
(D) উপরোক্ত সবকটি
49. নিমগাছ হচ্ছে—
(A) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ
(B) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ
(C) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী গাছ
(D) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
50. তুলাচাষের উপযোগী মৃত্তিকা হল—
(A) লোহিত মৃত্তিকা
(B) রেগুর
(C) পলল মৃত্তিকা
(D) ল্যাটেরাইট
51. শাল এক ধরনের—
(A) সরলবর্গীয় বৃক্ষ
(B) চিরসবুজ বৃক্ষ
(C) ম্যানগ্রোভ
(D) পর্ণমোচী বৃক্ষ
52. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের জন্য উপযোগী?
(A) লোহিত মৃত্তিকা
(B) রেগুর
(C) পলল মৃত্তিকা
(D) ল্যাটেরাইট
53. বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে—
(A) ভূমিক্ষয়
(B) দূষণ
(C) বন্যা
(D) উপরোক্ত সবকটি
54. শাল এক ধরনের—
(A) কনিফেরাস গাছ
(B) পর্ণমোচী গাছ
(C) চিরহরিৎ গাছ
(D) জেরোফাইটিক গাছ
Answers:
1. [B]
2. [C]
3. [B]
4. [C]
5. [D]
6. [A]
7. [A]
8. [D]
9. [C]
10. [A]
11. [A]
12. [D]
13. [B]
14. [D]
15. [B]
16. [D]
17. [B]
18. [D]
19. [C]
20. [A]
21. [B]
22. [B]
23. [B]
24. [A]
25. [A]
26. [C]
27. [A]
28. [C]
29. [A]
30. [C]
31. [B]
32. [D]
33. [D]
34. [B]
35. [D]
36. [D]
37. [C]
38. [B]
39. [B]
40. [D]
41. [A]
42. [A]
43. [A]
44. [A]
45. [C]
46. [D]
47. [C]
48. [D]
49. [C]
50. [B]
51. [D]
52. [B]
53. [D]
54. [B]