Latest Post

হর্যঙ্ক বংশ কুইজ ( Haryanka dynasty quiz) Quiz part -18 English grammar quiz. Quiz part – 17 আধুনিক ভারতের ইতিহাস কুইজ ( Modern history of India quiz) Quiz part -16 ভারতের জলবায়ু কুইজ (Climate of India quiz) Quiz – part 15 ভারতের সংবিধান কুইজ ( Constitution of India quiz) Quiz Part-14

Geography of India. Chapterwise practice set(Transportation and population of India).ভারতের ভূগোল। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। চ্যাপ্টার – ভারতের পরিবহন এবং জনসংখ্যা।

 

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের প্রস্তুতি কে অন্য মাত্রায় নিয়ে যেতে আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সিরিজ, যেখানে আপনারা আপনাদের প্রস্তুতি কে ঝালিয়ে নিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো থেকে নেওয়া। আপনারা এই প্রশ্নগুলো থেকে নিজেদের প্রস্তুতি কে যাচাই করে নিন।

 

1. 2022 সালের হিসেব অনুযায়ী, জনসংখ্যার নিরিখে বিশ্বে ভারতে অবস্থান কত?

[A] 1

[B] 5

[C] 3

[D] 2

 

2. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?

[A] মহারাষ্ট্র

[B] সিকিম

[C] মেঘালয়

[D] অরুণাচলপ্রদেশ

 

3. ভারতের একটি শহরে 1830 সালে কার নেতৃত্বে সম্পূর্ণ জনগণনা অনুষ্ঠিত হয়?

[A] জেমস্ রেনেল

[B] হেনরি ওয়ালটার

[C] জন গ্র্যান্ট

[D] ইরাটোসটথিনিস

 

4. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত?

[A] 74.04%

[B] 88.23%

[C] 65.27%

[D] 69.90%

 

5. ভারতে কত কিমি দৈর্ঘ্যের অভ্যন্তরীন নৌ-পথ রয়েছে?

[A] 11,000

[B] 13,600

[C] 14,500

[D] 12,500

 

6. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যের স্বাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন?

[A] হিমাচলপ্রদেশ

[B] মিজোরাম

[C] রাজস্থান

[D] অরুণাচলপ্রদেশ

 

7. কত বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা কর্মী জনসংখ্যার অন্তর্ভূক্ত নয়?

[A] 16 বছর

[B] 20 বছর

[C] 17 বছর

[D] 14 বছর

 

8. 2011 সালের জনগণনাতে ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত লক্ষ করা যায়?

[A] লাক্ষাদ্বীপ

[B] পুদুচেরী

[C] দমন ও দিউ

[D] চন্ডীগড়

 

9. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষিতের হার সর্বোচ্চ?

[A] দমন ও দিউ

[B] লাক্ষাদ্বীপ

[C] পুদুচেরী

[D] চণ্ডীগড়

 

10. ভিল (Bhil) উপজাতির জনগোষ্ঠী নিম্নের কোন এলাকায় বসবাস করে?

[A] পশ্চিমঘাট

[B] পূর্বঘাট

[C] I এবং II উভয়েই

[D] I এবং II কোনটিই নয়

 

11. 2017 সালে ভারতে জন্মহার কত ছিল?

[A] 26.4

[B] 16.6

[C] 24.8

[D] 20.2

 

12. 2011 সালের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যে লিঙ্গের হার সর্বোচ্চ?

[A] ওডিশা

[B] অন্ধ্রপ্রদেশ

[C] কেরালা

[D] তামিলনাড়ু

 

13. প্রাপ্তবয়স্ক শিক্ষিতের হার গণনার সময় কত বছর বয়সের উর্ধ্বে ব্যক্তিদের অন্তর্ভূক্ত করা হয়?

[A] 18 বছর

[B] 15 বছর

[C] 14 বছর

[D] 12 বছর

 

14. সোনালী চতুর্ভুজ সুপার হাইওয়েটি কোন কোন শহরকে সংযুক্ত করেছে?

[A] দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা

[B] দিল্লি, চেন্নাই, মুম্বাই, নাগপুর

[C] দিল্লি, চেন্নাই, মুম্বাই, ঝাঁসি

[D] দিল্লি, চেন্নাই, মুম্বাই, দেরাদুন

 

15. পৃথিবীর মধ্যে ভারতে দ্বিতীয় বৃহত্তম কৃষিকাজের ফলাফল কোনটি?

[A] মাছ

[B] ফসল

[C] জল

[D] গবাদি পশু

 

16. 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল-

[A] মিজোরাম

[B] গোয়া

[C] সিকিম

[D] পাঞ্জাব

 

17. দক্ষিণ ভারতে কোন্ রেলপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন করেন?

[A] আর্নাকুলম থেকে কোলাম

[B] মেট্টপালাম থেকে উটি

[C] মাইসুর থেকে চেন্নাই

[D] ব্যাঙ্গালোর থেকে চেন্নাই

 

18. ভারতে 2011 সালের জনগণনা কতগুলি স্তরে (phase) সুসম্পন্ন হয়?

[A] 1

[B] 3

[C] 4

[D] 2

 

19. নবজাতকের মৃত্যুর হার বলতে বোঝায় প্রথম দিনের মধ্যে প্রতি 1000 জন জীবিত জন্ম হওয়া শিশুর মৃত্যুর সংখ্যা।

[A] 28

[B] 27

[C] 26

[D] 25

 

20. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচলপ্রদেশের কোন্ শহরে প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট উদ্বোধন করেছেন?

[A] দিবাং

[B] হলোম্পি

[C] খোনসা

[D] আনিনি

 

21. কত বছর অন্তর ভারতের জনগণনা সম্পন্ন হয়?

[A] 5 বছর

[B] 12 বছর

[C] 10 বছর

[D] 15 বছর

 

22. ভারতে রেডিও ব্রডকাস্টিং চালু করে কোন সংস্থা?

[A] বোম্বের রেডিও ক্লাব

[B] বোম্বের লায়ন ক্লাব

[C] বোম্বের রোটারি ক্লাব

[D] বোম্বের রোটার‍্যাক্ট ক্লাব

 

23. ভারতের প্রথম সম্পূর্ণ আদমসুমারি কোন সালে পরিচালিত হয়েছিল?

[A] 1882

[B] 1880

[C] 1887

[D] 1881

 

24. 2011 সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি বর্গকিমিতে জনঘনত্ব হল-

[A] 442 জন

[B] 382 জন

[C] 198 জন

[D] 298 জন

 

25. ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 2022 সালে ভারতে সাক্ষরতার হার ছিল-

[A] 67.8%

[B] 77.7%

[C] 66.66%

[D] 72.35%

 

26. নিম্নের কোনটি রবিশস্য চাষে সহায়তা দান করে?

[A] মহায়াৎ (শীতকালীন হাল্কা বৃষ্টি)

[B] দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু

[C] পশ্চিমের দ্রুত গতির স্রোত

[D] উত্তর-পশ্চিম বায়ু

 

27. 2011 সালের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম?

[A] মহারাষ্ট্র

[B] রাজস্থান

[C] বিহার

[D] হরিয়ানা

 

28. ভারতে রেডিও ব্রডকাস্টিং চালু হয় কোন সালে?

[A] 1923

[B] 1927

[C] 1930

[D] 1940

 

29. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতে মহিলাদের শিক্ষিতের হার হল—

[A] 67.78%

[B] 65.46%

[C] 69.89%

[D] 63.52%

 

30. 2011-এর আদমসুমারি অনুযায়ী নিম্নের কোনটি শিক্ষিতের হারের দিক থেকে তৃতীয় সর্বনিম্ন রাজ্য—

[A] বিহার

[B] মধ্যপ্রদেশ

[C] রাজস্থান

[D] সিকিম

 

31. টাটা এয়ার লাইন্স স্থাপনের ফলে ভারতে বিমান যোগাযোগ শাখার উদ্বোধন হয়েছিল।

[A] 1925

[B] 1932

[C] 1929

[D] 1935

 

32. জনসংখ্যা বৃদ্ধির অর্থ হল—

[A] জন্মহার এবং GDP এর মধ্যে পার্থক্য

[B] জন্মহার এবং মৃত্যুহারের একত্রিকরণ

[C] জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য

[D] মৃত্যুর হার এবং GDP এর পার্থক্য

 

33. জনসংখ্যার নিম্নমূখী উপস্থাপনা বোঝানো হয়—

[A] জনসংখ্যা পিরামিড

[B] জনসংখ্যা হাইপারবোল

[C] জনসংখ্যা কিউবয়েড

[D] জনসংখ্যা গোলক

 

34. Border Roads Organisation কত সালে প্রতিষ্ঠা করা হয়?

[A] 1954

[B] 1966

[C] 1960

[D] 1958

 

35. নিম্নের কোন্ শহরটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়?

[A] সুরাট

[B] আগ্রা

[C] কটক

[D] মহীশূর

 

36. এয়ার ইন্ডিয়া স্থাপিত হয়—

[A] 1932

[B] 1950

[C] 1951

[D] 1953

 

37. 1990-99 সাল পর্যন্ত ভারতে জনসংখ্যার বৃদ্ধির বার্ষিক হার ছিল—

[A] 2.2%

[B] 2.0%

[C] 1.8%

[D] 1.6%

 

38. ভারত কতগুলি PIN জোনে বিভক্ত?

[A] 3

[B] 5

[C] 8

[D] 9

 

39. ভারতের দীর্ঘতম পাইপলাইন কোনটি?

[A] জামনগর থেকে লোনী

[B] মুম্বাই থেকে হাজিরা

[C] সুরাট থেকে জামনগর

[D] হলদিয়া থেকে বারাউনি

 

40. ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়কপথ রয়েছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] তামিলনাড়ু

[C] মহারাষ্ট্র

[D] মধ্যপ্রদেশ

 

41. জাতীয় সোনালি চতুর্ভুজের প্রকৃত দৈর্ঘ্য হল—

[A] 4806 কিমি

[B] 5200 কিমি

[C] 5846 কিমি

[D] 6182 কিমি

 

42. ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে উৎপাদন কারখানা কোনটি?

[A] রেল হুইল ফ্যাক্টরি

[B] ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি

[C] ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস

[D] চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস

 

43. নির্ধারিত সময়ে লিঙ্গ ও বয়সের মাধ্যমে ডায়াগ্রামের দ্বারা জনসংখ্যা প্রদর্শন করা হয়—

[A] জনসংখ্যা পিরামিড

[B] জনসংখ্যা হাইপারবোল

[C] জনসংখ্যা কিউবয়েড

[D] জনসংখ্যা গোলক

 

44. বিমান চালু হয়েছিল—

[A] 1944

[B] 1932

[C] 1956

[D] 1968

 

45. 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন্ রাজ্যটির তপশিলি জাতির সংখ্যা শূন্য?

[A] পশ্চিমবঙ্গ

[B] মহারাষ্ট্র

[C] পাঞ্জাব

[D] আসাম

 

46. 1853 সালে বোম্বে থেকে ভারতের প্রথম রেললাইন স্থাপন করা হয়।

 

47. গোয়ার চার্চ এবং কনভেন্ট কত সালে UNESCO World Heritage Site-এর সাথে যুক্ত করা হয়?

[A] 1986

[B] 1989

[C] 1984

[D] 1983

 

48. ভারতের কোন রাজ্যের উপজাতি ‘সারহুল’ উৎসব উদযাপন করে?

[A] গুজরাট

[B] রাজস্থান

[C] ঝাড়খণ্ড

[D] মেঘালয়

 

49. 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যের তপশিলি উপজাতির সংখ্যা সর্বাধিক?

[A] পাঞ্জাব

[B] হিমাচলপ্রদেশ

[C] উত্তরপ্রদেশ

[D] হরিয়ানা

 

50. ভারতীয় রেলওয়ে জম্মু ও কাশ্মীরের কোন নদীর ওপর পৃথিবীর সর্বোচ্চ খিলান সেতুর নির্মাণ সম্পূর্ণ করেছে?

[A] রবি

[B] চেনাব

[C] সিন্ধু

[D] ঝিলাম

 

51. 2021-22 কেন্দ্রীয় বাজেট ঘোষিত জাতীয় রেল প্ল্যান অনুযায়ী কত সালের মধ্যে ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম গড়ে উঠবে?

[A] 2024

[B] 2030

[C] 2025

[D] 2029

 

52. 2011 সালের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যে প্রতি বর্গকিমিতে জনঘনত্ব সবচেয়ে বেশি?

[A] গুজরাট

[B] গোয়া

[C] ঝাড়খণ্ড

[D] মহারাষ্ট্র

 

53. 2021-22 এর কেন্দ্রীয় বাজেটে নিম্নের কোন্ রাজ্য হাইওয়ে প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে?

[A] কেরালা

[B] পশ্চিমবঙ্গ

[C] তামিলনাড়ু

[D] আসাম

 

54. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

[A] NH-192

[B] NH-44

[C] NH-7

[D] NH-22

 

55. 2011 সালের জনগণনার উদ্দেশ্য অনুযায়ী তার বেশি কোনো ব্যক্তি যদি বোধগম্যতার সহিত পড়তে ও লিখতে পারেন তবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি।

 

56. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সঠিক জনসংখ্যা কত?

[A] 1.2 থেকে 1.3 বিলিয়ন

[B] 0.5 থেকে 0.6 বিলিয়ন

[C] 3.0 থেকে 3.1 বিলিয়ন

[D] 2.0 থেকে 2.1 বিলিয়ন

 

57. 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত টন হিসেবে ভারতীয় রেল কোন্ পণ্যের পরিবহণ সবচেয়ে বেশি করেছে?

[A] সিমেন্ট

[B] খাদ্যশস্য

[C] কয়লা

[D] ইস্পাত

 

58. যোগাযোগ ও যাতায়াতের সুবিধার্থে ভারতের সীমান্ত এলাকার রাস্তা ও নেটওয়ার্ক নির্মাণের জন্য নীচের কোন সংস্থা তৈরি হয়েছে?

[A] বর্ডার রোডওয়েজ অথরিটি

[B] বর্ডার রোডস অর্গানাইজেশন

[C] ইন্ডিয়ান বর্ডার রোডওয়েজ

[D] বর্ডার অথরিটি অফ ইন্ডিয়া

 

59. 2011 সালের জনগণনা ছিল ভারতের কততম জাতীয় জনগণনা?

[A] এগারো

[B] কুড়ি

[C] সতেরো

[D] পনেরো

 

60. 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বোচ্চ?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] কেরালা

[C] তামিলনাড়ু

[D] মণিপুর

 

61. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনবহুল রাজ্য কোনটি?

[A] উত্তরপ্রদেশ

[B] তামিলনাড়ু

[C] বিহার

[D] ছত্তিশগড়

 

62. পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, কোন রাজ্য হল একমাত্র যেখানে গ্রাম ও শহর মিলিয়ে জন্ম নেওয়া শিশুর লিঙ্গ অনুপাত 1,000 এর বেশি?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] গোয়া

[C] হিমাচলপ্রদেশ

[D] ত্রিপুরা

 

63. 2011 সালের লোকগণনা অনুযায়ী নিম্নের কোন্ রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে স্বাক্ষরতার হার 90 শতাংশের বেশি?

[A] দমন ও দিউ

[B] দিল্লি

[C] চণ্ডীগড়

[D] লাক্ষাদ্বীপ

 

64. 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতে মহিলাদের স্বাক্ষরতার হার কত শতাংশ?

[A] 80-90%

[B] 70-79%

[C] 60-69%

[D] 50-59%

 

65. গোরক্ষপুর ভারতের কোন রেলওয়ের প্রধান কার্যালয়?

[A] নর্থ-ইস্টার্ন

[B] নর্মান

[C] ইস্টার্ন

[D] ওয়েস্টার্ন

 

66. ভারতে কত বছর অন্তর জনগণনা হয়?

[A] চার

[B] পাঁচ

[C] সাত

[D] নয়

 

67. আসাম ও বেশিরভাগ পেনিনসুলার রাজ্যের মধ্যে জনঘনত্বের কোন রকমের ভিন্নতা লক্ষ করা যায়?

[A] উচ্চ থেকে খুব উচ্চ

[B] খুব নিম্ন

[C] মাঝারি

[D] মাঝারি থেকে উচ্চ

 

68. 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ কেন্দ্র শাসিত অঞ্চলে সর্বনিম্ন জনসংখ্যা লক্ষ করা যায়?

[A] দমন ও দিউ

[B] দিল্লি

[C] চণ্ডীগড়

[D] লাক্ষাদ্বীপ

 

69. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে নিম্নের কোন্ পরিসরে স্বাক্ষরতার হার কমেছে?

[A] 90% – 95%

[B] 50% – 55%

[C] 30% – 35%

[D] 70% – 75%

 

70. 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে সর্বনিম্ন জনসংখ্যা লক্ষ করা যায়?

[A] সিকিম

[B] বিহার

[C] কেরালা

[D] ছত্তিশগড়

 

71. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট মহানগর হল—

[A] ব্যাঙ্গালোর

[B] চেন্নাই

[C] দিল্লি

[D] মুম্বাই

 

72. বছরে প্রতি হাজারে জীবিত জন্মের সংখ্যা বৃদ্ধি বোঝানো হয় কোন মাপকাঠিতে?

[A] বৃদ্ধির হার

[B] ফার্টালিটি রেট

[C] মৃত্যুর হার

[D] জন্মের হার

 

73. বছরে প্রতি হাজার জীবিত জন্মের প্রথম 28 দিন সম্পূর্ণ হওয়ার সময় মৃত্যুর সংখ্যাকে কি বলে?

[A] নবজাতক মৃত্যু হার

[B] বয়স নির্দিষ্ট মৃত্যুর হার

[C] ক্রুড মেটালিটি রেট

[D] শিশু মৃত্যুর হার

 

74. ভারতের আদমসুমারি আমাদের কোন বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করে?

[A] শিল্প উৎপাদন

[B] দূষণ

[C] খাদ্য সুরক্ষা

[D] জনসংখ্যা

 

75. 2021-এর আদমসুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে শিক্ষিতের হার সবচেয়ে কম?

[A] গুজরাট

[B] বিহার

[C] আসাম

[D] ওডিশা

 

76. HVJ পাইপ লাইন কোন রাজ্যের মধ্য দিয়ে চালিত হয়নি?

[A] রাজস্থান

[B] গুজরাট

[C] মধ্যপ্রদেশ

[D] কর্ণাটক

 

77. ভারতের মোট জনসংখ্যার অর্ধেক পাঁচটি রাজ্যে বসবাস করে। নিচের কোনটি ঐ পাঁচটি রাজ্যের একটি?

[A] উত্তরাখণ্ড

[B] কেরালা

[C] গুজরাট

[D] পশ্চিমবঙ্গ

 

78. কোনো এক বছরে প্রতি হাজার জন মৃতের সংখ্যাকে কি বলে?

[A] মোট প্রজনন হার

[B] অপরিশোধিত হার

[C] জন্ম হার

[D] মৃত্যু হার

 

79. ভারতে 21 শতকে দ্বিতীয় লোক গণনা হয়েছিল কোন বছর?

[A] 2014

[B] 2011

[C] 2004

[D] 2009

 

80. 2011 সালের জনগণনা অনুযায়ী মারাঠি, হিন্দি, মৈথিলি ভাষাগুলির বক্তা সংখ্যা অনুযায়ী অধোক্রমে সাজালে সঠিক ক্রম কোনটি?

[A] মারাঠি, হিন্দি, মৈথিলি

[B] মারাঠি, মৈথিলি, হিন্দি

[C] হিন্দি, মৈথিলি, মারাঠি

[D] হিন্দি, মারাঠি, মৈথিলি

 

81. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবথেকে বেশি জনবহুল মেট্রোপলিটন শহর কোনটি?

[A] কলকাতা

[B] মুম্বাই

[C] দিল্লি

[D] চেন্নাই

 

82. ভারতের আন্তর্জাতিক বিমান পরিসেবা যা মাল বহন ও যাত্রী বহন উভয় ক্ষেত্রেই বৈদেশিক পরিসেবা প্রদান করে কোনটি?

[A] এয়ার ইন্ডিয়া

[B] পৰন হংস

[C] ডাড এয়ার লাইনস্

[D] তাজ এয়ার

 

83. 2011 সালের জনগণনা অনুযায়ী কেরলের সাক্ষরতার হার আনুমানিক কত?

[A] 91-95%

[B] 80-85%

[C] 96-100%

[D] 86-90%

 

84. জনগণনায় প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যাকে কি বলে?

[A] জন্ম হার

[B] লিঙ্গ অনুপাত

[C] মৃত্যু হার

[D] সাক্ষরতা হার

 

85. অনুন্নত এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা সমাজে নিম্ন হারে জনসংখ্যা বৃদ্ধি পরিলক্ষিত হয় কেন?

[A] কারণ উচ্চ হারে জন্ম ও মৃত্যু হয়

[B] কারণ নিম্ন হারে জন্ম ও মৃত্যু হয়

[C] কারণ এই ধরনের দেশগুলিতে জনসংখ্যা সংক্রান্ত সরকারি নীতি কঠোর হয়ে থাকে

[D] কারণ অনুন্নত দেশ থেকে মানুষ প্রব্রজন করে

 

86. 2011 সালের জনগণনা অনুযায়ী সমস্ত রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষরতার দিক থেকে কেরলের স্থান কততম?

[A] পঞ্চম

[B] তৃতীয়

[C] দ্বিতীয়

[D] প্রথম

 

87. সক্ষমতার নিরিখে ভারতে সড়কগুলিকে কতগুলি শ্রেণিতে ভাগ করা হয়?

[A] পাঁচ

[B] নয়

[C] ছয়

[D] তিন

 

88. 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?

[A] মধ্যপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] কেরালা

[D] মহারাষ্ট্র

 

89. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?

[A] উত্তরপ্রদেশ

[B] রাজস্থান

[C] কেরালা

[D] মধ্যপ্রদেশ

 

90. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 100 জনেরও কম?

[A] হিমাচলপ্রদেশ

[B] রাজস্থান

[C] সিকিম

[D] ত্রিপুরা

 

91. 2022 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের উচ্চতম মোটরচালিত যানবাহন যাতায়াতে সক্ষম গিরিপথ কোনটি?

[A] উমলিংলা

[B] চাং-লা

[C] নকলা

[D] খারদুংলা

 

92. পূর্ব রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

[A] কলকাতা

[B] ভূবনেশ্বর

[C] পাটনা

[D] দুর্গাপুর

 

Answers:

1. [D]

2. [A]

3. [B]

4. [A]

5. [C]

6. [D]

7. [D]

8. [B]

9. [C]

10. [D]

11. [C]

12. [C]

13. [B]

14. [A]

15. [B]

16. [C]

17. [C]

18. [D]

19. [C]

20. [B]

21. [C]

22. [A]

23. [D]

24. [B]

25. [B]

26. [A]

27. [D]

28 [A]

29. [B]

30. [C]

31. [B]

32. [C]

33. [A]

34. [C]

35. [D]

36. [A]

37. [A]

38. [D]

39. [A]

40. [C]

41. [C]

42. [D]

43. [A]

44. [B]

45. [C]

46. [A]

47. [A]

48. [C]

49. [A]

50. [B]

51. [B]

52. [C]

53. [C]

54. [B]

55. [C]

56. [A]

57. [C]

58. [B]

59. [D]

60. [B]

61. [A]

62. [D]

63. [B]

64. [C]

65. [A]

66. [C]

67. [C]

68. [D]

69. [D]

70. [A]

71. [C]

72. [D]

73. [A]

74: [D]

75: [B]

76: [D]

77: [D]

78: [D]

79: [B]

80: [D]

81: [D]

82: [A]

83: [A]

84: [B]

85: [A]

86: [C]

87: [C]

88: [C]

89: [A]

90: [C]

91: [A]

92: [A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Translate »