History of India. Chapterwise practice set(Religious movement).ভারতের ইতিহাস। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। চ্যাপ্টার – ধর্মীয় আন্দোলন।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের প্রস্তুতি কে অন্য মাত্রায় নিয়ে যেতে আমাদের এই অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সিরিজ, যেখানে আপনারা আপনাদের প্রস্তুতি কে ঝালিয়ে নিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো থেকে নেওয়া। আপনারা এই প্রশ্নগুলো থেকে নিজেদের প্রস্তুতি কে যাচাই করে নিন।
1. বোধিসত্ত্বের ধারণাটি কিসের সাথে সংযুক্ত?
(A) জৈনধর্ম
(B) শিখধর্ম
(C) মহাযান
(D) হিনযান
2. বোধিসত্ত্ব ধারণাটি কার সাথে সংযুক্ত সংরক্ষিত রয়েছে?
(A) জৈন
(B) শিখ
(C) মহাযান বৌদ্ধ
(D) হীনযান বৌদ্ধ
3. ভারতের কোন্ রাজ্যে কার্লা নামে বৌদ্ধদের গুহা?
(A) বিহার
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) উত্তরপ্রদেশ
4. বিনয় ও সূত্ত পিটক কার ধর্মাপোদেশের দুটি সংকলন?
(A) গৌতম বুদ্ধ
(B) গুরু গোবিন্দ সিং
(C) ঋষবদেব
(D) মহাবীর জৈন
5. কোন্ রাজবংশের শাসক জৈন ধর্মের দীক্ষা নিয়েছিলেন?
(A) চালুক্য
(B) পল্লব
(C) রাষ্ট্রকুট
(D) চৌহান
6. বুদ্ধের সমসাময়িক কালে সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কিত নিম্নোক্ত কোন্ তথ্যটি ভুল?
(A) সমাজের মহিলাদের মর্যাদা খর্ব করা হত
(B) শিশু বিবাহের প্রচুর প্রমাণ পাওয়া যায়
(C) উচ্চ শ্রেণির মানুষের মধ্যে বহুল বিবাহের প্রচলন ছিল
(D) মহিলাদের শিক্ষা দেওয়া হত না
7. কার সৎ মাতা মহাপ্রজাপতি গৌতমী নামে একজন ভিক্ষুণী ছিলেন?
(A) বিন্দুসার
(B) বুদ্ধ
(C) অর্জুন
(D) অশোক
8. কোন্ সাম্রাজ্য প্রাচীন ভারতে যুদ্ধের সময় প্রচুর পরিমাণে হাতি ব্যবহার হত?
(A) চোল সাম্রাজ্য
(B) কুষাণ সাম্রাজ্য
(C) মগধ সাম্রাজ্য
(D) শৃংগ সাম্রাজ্য
9. গৌতম বুদ্ধ কোথায় প্রথম চারটি ধর্ম উপদেশ দেন?
(A) সম্যক পঞ্চ-মহাব্রত
(B) সম্যক জ্ঞান
(C) সম্যক চরিত্র
(D) সম্যক দর্শন
10. পারমিতাস শব্দটির সঠিক বর্ণনা কী?
(A) প্রাচীনতম ধর্মশাস্ত্রগুলি রচিত হয়েছে সূত্র স্টাইলে
(B) দার্শনিক স্কুলগুলি বেদের কর্তৃত্ব মেনে নেয় নি
(C) বোধিসত্ত্বের পথই পরিপূর্ণতা প্রাপ্তির দিকে পরিব্যাপ্তিত
(D) আদিমধ্যযুগে দক্ষিণভারতে গিল্ডগুলি শক্তিশালী বাণিজ্যিক সংস্থা ছিল
11. ভারতীয় ধর্মের ইতিহাসের ক্ষেত্রে কোন্ বিবৃতিটি সঠিক?
(A) স্থবিরবাদিগণরা মহাজন বৌদ্ধধর্মের অন্তর্ভুক্ত
(B) লোকত্তোর বাদিন সম্প্রদায়, বৌদ্ধধর্মের মহাসাংঘিক সম্প্রদায়ের একটি শাখা ছিল
(C) মহাসাংঘিকদের প্রভাবের দ্বারা মহাযানীরা দেবতা বুদ্ধকে জনপ্রিয় করেছিলেন
(D) উপরের সবগুলি সঠিক
12. গৌতম বুদ্ধের জন্মগ্রহণ কোথায় হয়েছিল?
(A) কপিলাবস্তু
(B) সারনাথ
(C) বুদ্ধগয়া
(D) লুম্বিনী
13. বুদ্ধের উপর দেবত্ব আরোপ, বোধিসত্ত্বের মার্গ পদ দলিত করা, এবং বুদ্ধের প্রতিমূর্তিকে ভজন – এর মধ্যে কোনটি সঠিক?
(A) I
(B) I এবং II
(C) II এবং III
(D) I, II, III
14. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন?
(A) লুম্বিনী
(B) সারনাথ
(C) কুশিনগর
(D) বোধগয়া
15. আজবিক সম্প্রদায়ের প্রবক্তা কে?
(A) পূরণকাশ্যপ
(B) পাকুধা কাচ্চায়ন
(C) মংখলি গোশাল
(D) অজিত কেশকম্বলিন
16. মহাবীর, যিনি পালি সাহিত্যে নিগন্ধ নাটাপুট্টা নামে পরিচিত; তিনি কোন্ ধর্মের প্রবর্তক?
(A) শিখ
(B) জুরাস্ট্রিয়ানিজম
(C) বাহা
(D) জৈন
17. জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর কে?
(A) ঋষভদেব
(B) নেমিনাথ
(C) পার্শ্বনাথ
(D) বর্ধমান
18. বিনয় পিটক নামক বইটি কোন্ বিষয়ে নিবন্ধিত?
(A) সাক্ত কাল্ট
(B) বৌদ্ধ সঙ্ঘ
(C) বৈষ্ণবিটস্
(D) লিঙ্গজাত
19. গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন?
(A) বুদ্ধ গয়া
(B) রাজগীর
(C) সারনাথ
(D) লুম্বিনী
20. উত্তরপ্রদেশের কোথায় বৌদ্ধ ধর্মমঠটি নির্মিত হয়েছে?
(A) সারনাথ
(B) সাঁচি
(C) অমরাবতী
(D) কার্লে
21. গৌতম বুদ্ধের জন্মস্থানটিতে একটি কুঞ্জবন ছিল। এটির নাম কী?
(A) লুম্বিনী
(B) মাওফলও
(C) মাঙ্গরবনি
(D) ক্যাভাস
22. কার্তিক মাসের কততম দিবসে ‘জ্ঞান পঞ্চমী’ পালন করা হয়?
(A) নবম
(B) তৃতীয়
(C) পঞ্চম
(D) প্রথম
23. তিনটি পিটকের মধ্যে অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে?
(A) দার্শনিক চিন্তাভাবনা
(B) যারা সংঘাতে যোগদান করে তাদের জন্য নিয়মশৃঙ্খলা
(C) গৌতম বুদ্ধের শিক্ষণ
(D) সারনাথ স্তম্ভ প্রসঙ্গত গল্পসমূহ
24. গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন?
(A) কুশিনগর
(B) বারাবার গুহা
(C) বোধ গয়া
(D) সারনাথ
25. নিচের কোন্ তথ্যটি সঠিক?
(A) শুধুমাত্র I
(B) I বা II কোনটাই নয়
(C) শুধুমাত্র II
(D) I এবং II উভয়েই
26. ভগবান বুদ্ধের সমাধিক্ষেত্র রামভর স্তূপ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
(A) হিমাচল প্রদেশ
(B) বিহার
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
27. ভারতের কোন্ রাজ্যে বৌদ্ধ তীর্থস্থান কারদাং মঠ অবস্থিত?
(A) ঝাড়খন্ড
(B) গোয়া
(C) হিমাচল প্রদেশ
(D) কেরালা
28. বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে কি বোঝায়?
(A) বৌদ্ধ ধ্বংসাবশেষ
(B) প্রার্থনা ঘর
(C) বসতি
(D) মঠ
29. বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন?
(A) বারাণসী
(B) বোধগয়া
(C) কুশিনারা
(D) পাটলিপুত্র
30. কত বছর বয়সে মহাবীর গৃহ ত্যাগ করেন ও অরণ্যবাসী হন?
(A) 35
(B) 27
(C) 33
(D) 30
31. প্রাথমিক বৌদ্ধ ভাস্কররা বুদ্ধকে মানবরূপে দেখান। নিম্নের কোনগুলির মাধ্যমে বুদ্ধের উপস্থিতি তাদের দ্বারা দেখানো হয়েছিল?
(A) খালি আসন
(B) চাকা এবং গাছ
(C) চাকা, গাছ এবং স্তূপ
(D) খালি আসন, চাকা, গাছ এবং স্তূপ
32. গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়—
(A) মহাভিনিষ্ক্রমণ
(B) ধর্মচক্র প্রবর্তন
(C) ধর্মঘোষ
(D) মহাপরিনির্বাণ
33. বৌদ্ধ ধর্মের উপর অশোকের বিশ্বাস প্রসঙ্গে নিচের বিবৃতিগুলি বিচার কর:
1. রুম্মিনদেই স্তম্ভ লিপি এবং মিগালি সাগর স্তম্ভ লিপি অশোকের বৌদ্ধধর্মের উপর বিশ্বাস বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয়।
2. মাইনর প্রস্তর অনুশাসন-1 অশোকের বৌদ্ধধর্মের উপর বিশ্বাস বিষয়ে হঠাৎ পরিবর্তন প্রমাণ দেয়।
(A) শুধুমাত্র 1
(B) শুধুমাত্র 2
(C) 1 এবং 2 দুটোই
(D) 1 বা 2 কোনোটিই নয়
34. ‘পঞ্চতন্ত্র’-এর রচয়িতা কে?
(A) বিষ্ণু শর্মা
(B) বেদ শাস্ত্রী
(C) স্কন্ধগুপ্ত
(D) বিষ্ণুগুপ্ত
35. বিনয় ও সূত্র পিটক কার উপদেশাবলীর সংকলন?
(A) গৌতম বুদ্ধ
(B) গুরু গোবিন্দ সিং
(C) ঋষভদেব
(D) মহাবীর জৈন
36. মহাবীরের শিক্ষাসংকলন কী নামে পরিচিত?
[A] শ্ৰুতি সূত্র
[B] পিবি সূত্র
[C] আগম সূত্র
[D] আবেস্তা সূত্র
37. গৌতম বুদ্ধ কোন্ ভাষায় তাঁর ধর্ম প্রচার করেছিলেন?
[A] সংস্কৃত
[B] মাগধী
[C] পালি
[D] সুরসেনী
38. চারটি মহান সত্যের ধারণা নিম্নের কোন ধর্ম প্রদত্ত?
[A] জৈনা
[B] শিখ
[C] হিন্দু
[D] বৌদ্ধ
39. কোন্ শহরে তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন সংঘটিত হয়?
[A] পাটলিপুত্র
[B] শ্রাবন্তী
[C] তক্ষশীলা
[D] রেঙ্গুন
40. কোন্ বৌদ্ধ গ্রন্থে বর্ণ বিষয়ে রাজা অবন্তীপুত্ত ও কচ্চনার মধ্যে কথোপকথন লিপিবদ্ধ আছে?
[A] মাঝিমা নিকায়
[B] সমুক্ত নিকায়
[C] অঙ্গুত্তরা নিকায়
[D] অম্বা সুত্ত
41. গন্ডাতিনডু জাতক কোন্ ভাষায় রচিত?
[A] সংস্কৃত
[B] তেলেগু
[C] তামিল
[D] পালি
42. কোন্ বৌদ্ধ ধর্মগ্রন্থে মৌর্য রাজা অশোক সম্পর্কে বর্ণনা আছে?
[A] বিনয় পিটক
[B] সুত্তপিটক
[C] অভিধর্ম পিটক
[D] মহাবস
43. ভারতীয় ইতিহাসে নিম্নের মধ্যে কোন্ বুদ্ধটি হল ‘ভাবিবুদ্ধ’ যে পৃথিবীকে বাঁচাবে?
[A] অবলিকেতশ্বর
[B] লোকেশবারা
[C] মৈত্রেয়
[D] পদ্মপানি
44. ভারতীয় ইতিহাসে শ্বেতাম্বরবাদীরা কোন্ সম্প্রদায়ের মধ্যে পড়ে?
[A] বৌদ্ধ
[B] জৈন
[C] বৈষ্ণব
[D] শৈব
45. কোন্ স্থানে গৌতম বুদ্ধ তাঁর প্রথম প্রবচন দিয়েছিলেন?
[A] বোধগয়া
[B] শ্রাবস্তী
[C] সারনাথ
[D] বৈশালী
46. নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়?
[A] জন্ম
[B] মৃত্যু
[C] বৌদ্ধত্ব লাভ
[D] মহাভিনিষ্ক্রমণ
47. ‘আজীবিক’ ধর্মের প্রবক্তা কে ছিলেন?
[A] গৌতম বুদ্ধ
[B] চৈতন্য মহাপ্রভু
[C] গোশাল
[D] মহাবীর
48. বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ কোন্ ভাষায় লেখা?
[A] পালি
[B] নেপালী
[C] তামিল
[D] সংস্কৃত
49. বৌদ্ধ সাহিত্যগুলি সাধারণত কোন্ ভাষায় রচিত?
[A] প্রাকৃত
[B] পালি
[C] নেপালি
[D] সংস্কৃত
50. জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যামের সঙ্গে মহাবীর কোন্ পঞ্চম নীতিটি যুক্ত করেন?
[A] অহিংসা
[B] আস্তেয়
[C] অপরিগ্রহ
[D] ব্রহ্মচর্য
51. ‘সানথারা’ কোন্ জাতিগোষ্ঠির ধর্মীয় রীতি?
[A] শিখ
[B] ইহুদী
[C] জৈন
[D] বৌদ্ধ
52. জৈনধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি কোনটি?
[A] কর্ম
[B] অহিংসা
[C] বৈরাগ্য
[D] আনুগত্য
53. গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন?
[A] বৈশালী
[B] লুম্বিনী
[C] কপিলাবস্তু
[D] পাটলিপুত্ৰ
54. কোন্ স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল?
[A] কুশিনগর
[B] কটক
[C] বৈশালী
[D] তক্ষশীলা
55. ভারতে ধর্মীয় ইতিহাসের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন।
I. সৌত্রান্তিক এবং সম্মিতিয়া ছিল জৈন ধর্মের সম্প্রদায়।
II. সর্বস্বত দিন বলেছিলেন যে ঘটনার উপাদানগুলি সম্পূর্ণ ক্ষণিকের নয়, তবে এটি সুপ্ত আকারে চিরকাল বিদ্যমান ছিল।
[A] I
[B] II
[C] I এবং II
[D] কোনটাই নয়
56. ‘ত্রিপিটক’ কাদের ধর্মগ্রন্থ?
[A] শিখ
[B] ইহুদি
[C] বৌদ্ধ
[D] মুসলিম
57. বুদ্ধের জীবনীর সাথে জড়িত ৪টি পবিত্র স্থানের মধ্যে মহোবোধিমন্দির অন্যতম। এটি কোথায় অবস্থিত?
[A] বিহার
[B] তামিলনাড়ু
[C] কর্ণাটক
[D] দিল্লি
58. বিহারের বোধগয়ায় মহাবোধি মন্দির প্রথম কে নির্মাণ করেন?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] অশোক
[C] কনিষ্ক
[D] হর্ষবর্ধন
59. নিম্নের কোনটি বৌদ্ধধর্মের ত্রিরত্নের অন্তর্ভুক্ত নাম?
[A] বুদ্ধ
[B] ধর্ম
[C] সংঘ
[D] মহাপন্থা
60. খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতকের মধ্যে হেটেরোডক্স সম্প্রদায় সম্পর্কে সঠিক—
1. পার্শ্ব (Parshva) সপ্তম খ্রিষ্টপূর্বাব্দে জৈন ধর্ম সম্বন্ধে ধারণা ছড়িয়ে দিয়েছিলেন।
2. যদিও বৌদ্ধধর্ম ও জৈনধর্ম পার্থিব জীবনে পরিবর্তন এনেছিল এবং গোঁড়ামির বিরোধিতা করেছিল; কিন্তু তারা বর্ণপ্রথার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি।
3. মহাবীরের প্রথম শিষ্যা ছিলেন একজন বন্দী মহিলা দাস।
4. বুদ্ধ বলেছিলেন সন্ন্যাসীদের মতো সন্ন্যাসিনীরাও আধ্যাত্মিক মুক্তির স্বাদ পাবে।
[A] 1, 2, 3 এবং 4
[B] 1, 2 এবং 3
[C] 1, 2 এবং 4
[D] 3 এবং 4
61. প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে জানা যায় যে, কোন স্থানে শাক্যরা গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর একটি স্তূপ তৈরি করেছিলেন?
[A] লুম্বিনী
[B] পিপরাহ্
[C] নিগলিভা
[D] সাহেত-মাহেত
62. নিচের কোনটি সম্ভবত হীনযানদের বৃহত্তম ও সর্বাধিক বিকশিত ‘চৈত্যহল’ ছিল?
[A] বেডসা
[B] কার্লে
[C] ভাজা
[D] কোল্ডানে
63. বৌদ্ধধর্ম মতে সকল দুঃখের কারণ হল-
[A] মায়া
[B] কাম
[C] ত্বয়া
[D] ক্রোধ
64. নিম্নের কোন রাজ্যটি বুদ্ধের জীবনীর সাথে জড়িত?
[A] অবন্তী
[B] গান্ধার
[C] কোশল
[D] মগধ
65. গৌতমবুদ্ধ প্রথম কোথায় উপদেশাবলী প্রচার করেন?
[A] কুশিনগর
[B] সারনাথ
[C] পাটলিপুত্র
[D] বৈশালী
66. বর্ধমান মহাবীরের পরিনির্বান কোথায় ঘটে?
[A] পাবা
[B] সারনাথ
[C] বৈশালী
[D] শ্রবণবেলাগোলা
67. মহাপরিনির্বানের পূর্বে কে বৌদ্ধধর্ম স্থাপন করে গিয়েছিলেন?
[A] গৌতম
[B] সিদ্ধার্থ
[C] পার্থ
[D] মহাবীর
68. নিচের কোন বিকল্পটি চৈত ও বিহারের পার্থক্য নির্ধারণ করে?
[A] চৈত হল পূজাস্থল এবং বিহার হল বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান
[B] বিহার হল পূজাস্থল ও চৈত হল বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা
[C] চৈত ও বিহার দুটোই ছিল বাসস্থান
[D] এই দুটির মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না
69. কোন ধর্মমতে “ভাগাই সবকিছুর নির্মাতা, মানুষ ক্ষমতাহীন”?
[A] জৈন
[B] বৌদ্ধ
[C] আজিবক
[D] মিমাংসা
70. নিম্নের কোন উপাদানটি রাজগৃহ, বৈশালী এবং পাটলিপুত্র এই তিনটি জায়গায় বিদ্যমান ছিল?
[A] স্থবিরাবদিনের পালি ধর্মশাস্ত্র এইসব জায়গায় সংকলিত ছিল
[B] অশোকের বিশাল শিলালিপি এই জায়গাগুলিতে খুঁজে পাওয়া যায়
[C] বৌদ্ধদের মন্ত্রিসভা এই জায়গাগুলিতে সংগঠিত হয়েছিল
[D] মহাসঙ্গিকার বৌদ্ধ ধর্মশাস্ত্র এই জায়গাগুলিতে সংকলিত ছিল
71. কোন সম্প্রদায়টি গোশালা মাসকারিপুত্রের সাথে সম্পর্কিত?
[A] বজ্রযান
[B] আজিবক
[C] স্থবিরাবন্দিস
[D] মহাসঙ্গিকাস
72. নিম্নের বিবৃত্তিগুলি বিবেচনা কর:
I. পিটক
II. সৎ বাক্য
III. সৎ চিন্তা
উপরের কোনটি /গুলি বৌদ্ধ সাহিত্যের অন্তর্গত?
[A] 1, 2 এবং 3
[B] 1 এবং 2
[C] 2 এবং 3
[D] কেবলমাত্র 1
73. নিম্নের কোন্ রাজা জৈনধর্মের একজন সরিয়া অনুগামী ছিলেন?
[A] বিম্বিসার
[B] মহাপদ্মনন্দ
[C] দ্বিতীয় পুলকেশী
[D] অশোক
74. নিম্নের কোনটি বৌদ্ধদের একটি পবিত্র গ্রন্থ?
[A] উপনিষদ
[B] বেদ
[C] ত্রিপিটক
[D] আগামস্
75. বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কবে?
[A] ৪৮৩ খ্রিঃপূঃ
[B] ৪৮৬ খ্রিঃপূঃ
[C] ৫৪৩ খ্রিঃপূঃ
[D] ৫৪৬ খ্রিঃপূঃ
76. নিম্নলিখিত কোনটি বৌদ্ধধর্মে ‘ত্রিরত্ন’ এর অন্তর্ভুক্ত নয়?
[A] বুদ্ধ
[B] অহিংসা
[C] ধর্ম
[D] সংঘ
77. কোন জায়গায় জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেছিলেন?
[A] কুশীনগর
[B] বৈশালী
[C] রাজগৃহ
[D] পাবাপুরী
78. জৈনধর্মে ‘ত্রিরত্ন’ নয় কোনটি?
[A] সৎ বিশ্বাস
[B] সং জ্ঞান
[C] সত্যবাদীতা
[D] সৎ আচরণ
79. বুদ্ধ কোথায় প্রথম ধর্ম উপদেশ প্রচার করেন?
[A] কুশিনগর
[B] বুদ্ধগয়া
[C] কুশি
[D] সারনাথ
80. মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়?
[A] বৈশালী
[B] পাবা
[C] লুম্বিনী
[D] পাটলিপুত্র
81. জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা?
[A] সংস্কৃত
[B] পালি
[C] প্রাকৃত
[D] বৈদিক
82. কে কালানুক্রম অনুসারে নন, তিনজনের মধ্যে?
[A] বিম্বিসার
[B] গৌতমবুদ্ধ
[C] প্রসেনজিৎ
[D] অজাসত্ত্রু
83. বুদ্ধের আসল নাম কি?
[A] তথাগত
[B] সিদ্ধার্থ
[C] বোধায়ন
[D] শাক্য
84. গৌতম বুদ্ধের অপর নাম কী?
[A] তথাগত
[B] আলার কালামা
[C] বোধয়ন
[D] শাক্য
85. ‘বুদ্ধচরিত’ কে লেখেন?
[A] অশ্বঘোষ
[B] নাগসেন
[C] নাগার্জুন
[D] বসুমিত্র
86. কোন্ জায়গায় বুদ্ধের একশিলা বিশিষ্ট মূর্তিটি অবস্থিত?
[A] বামিয়ান
[B] হায়দ্রাবাদ
[C] ক্যান্ডি
[D] লাসা
87. জাতকের গল্পগুলি কোন্ ভাষায় লেখা?
[A] সংস্কৃত
[B] পালি
[C] প্রাকৃত
[D] বৈদিক
88. নিম্নের কোনটি বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ এর অন্তর্গত?
[A] সংস্কৃত
[B] হিন্দি
[C] বাংলা
[D] পালি
89. ‘জাতক’ কাদের গ্রন্থ?
[A] বৈয়াকরণ
[B] বৌদ্ধ
[C] শৈব
[D] বৈদিক
90. নিম্নের বিবৃতিগুলি বিবেচনা কর:
I. বর্ধমান মহাবীরের মা লিচ্ছবি বংশের প্রধান চেতকের কন্যা।
II. গৌতম বুদ্ধের মা কোশল রাজবংশের রাজকন্যা ছিলেন।
III. পার্শ্বনাথ ২৩ তম তীর্থঙ্কর, বেনারসে জন্মগ্রহণ করেন।
কোনটি সঠিক?
[A] I
[B] II
[C] II এবং III
[D] I, II এবং III
Answer Key:
1. (C)
2. (C)
3. (C)
4. (A)
5. (A)
6. (D)
7. (B)
8. (C)
9. (D)
10. (C)
11. (D)
12. (D)
13. (D)
14. (C)
15. (C)
16. (D)
17. (A)
18. (B)
19. (A)
20. (A)
21. (A)
22. (C)
23. (A)
24. (D)
25. (D)
26. (D)
27. (C)
28. (B)
29. (B)
30. (D)
31. (D)
32. (B)
33. (C)
34. (A)
35. (A)
36. [C]
37. [C]
38. [D]
39. [A]
40. [A]
41. [D]
42. [D]
43. [C]
44. [B]
45. [C]
46. [D]
47. [C]
48. [A]
49. [B]
50. [D]
51. [C]
52. [B]
53. [B]
54. [A]
55. [D]
56. [C]
57. [A]
58. [B]
59. [D]
60. [C]
61. [B]
62. [B]
63. [B]
64. [D]
65. [B]
66. [C]
67. [A]
68. [A]
69. [C]
70. [C]
71. [B]
72. [A]
73. [C]
74. [C]
75. [B]
76. [B]
77. [D]
78. [C]
79. [D]
80. [B]
81. [B]
82. [C]
83. [B]
84. [A]
85. [A]
86. [A]
87. [B]
88. [D]
89. [B]
90. [D]