History of India. Question and answer part#1.ভারতের ইতিহাস। প্রশ্নোত্তর পর্ব #১
এখানে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। যেগুলো পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুব ই গুরুত্বপূর্ণ।
উঃ সিন্ধু সভ্যতা
2. প্রশ্নঃ এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্মের প্রসারের কৃতিত্ব কোন সম্রাটকে দেওয়া হয়?
উঃ অশোক দ্য গ্রেট (মৌর্য সাম্রাজ্য)
3. প্রশ্নঃ চাণক্যের লেখা বিখ্যাত প্রশাসনিক পাঠ্য কি ছিল?
উঃ অর্থশাস্ত্র
4. প্রশ্নঃ দিল্লী সালতানাতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
উঃ কুতুবুদ্দিন আইবক
5. প্রশ্নঃ কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেন?
উঃ শাহজাহান
6. প্রশ্ন: ভক্তি আন্দোলন একজন ব্যক্তিগত দেবতা বা দেবীর প্রতি ভক্তির উপর জোর দিয়েছিল। এটি কোন ধর্মের সাথে যুক্ত?
উঃ হিন্দু ধর্ম
7. প্রশ্নঃ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ গুরু নানক
8. প্রশ্ন: কোন ইউরোপীয় ট্রেডিং কোম্পানি প্রথম সুরাটে (গুজরাট) একটি কারখানা স্থাপন করেছিল?
উঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
9. প্রশ্ন: 1857 সালের সিপাহী বিদ্রোহ কোন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটি প্রধান বিদ্রোহ ছিল?
উঃ ব্রিটিশ সাম্রাজ্য
10. প্রশ্নঃ ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক হিসেবে পরিচিত কে?
উঃ মহাত্মা গান্ধী
11. প্রশ্নঃ কোন সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে?
উঃ 1947
12. প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু
13. প্রশ্নঃ ভারতের আয়রন লেডি হিসেবে পরিচিত কে?
উঃ ইন্দিরা গান্ধী
14. প্রশ্ন: সত্যাগ্রহের নীতি, যার অর্থ সত্যের উপর জোর দেওয়া, কার স্বাধীনতা আন্দোলনের মূল নীতি ছিল?
উঃ মহাত্মা গান্ধী
15. প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে সংঘটিত একটি ভয়াবহ ঘটনা?
উঃ অমৃতসর
16. প্রশ্নঃ কোন ভাষাকে ভারতের ধ্রুপদী ভাষা হিসাবে বিবেচনা করা হয়?
উঃ সংস্কৃত
17. প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত কি?
উঃ জন গণ মন
18. প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে লিখেছেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
19. প্রশ্নঃ সিন্ধু সভ্যতা কোন নদীকে ঘিরে গড়ে উঠেছিল?
উঃ সিন্ধু ও সরস্বতী
20. প্রশ্ন: কোন ভারতীয় নেতা সল্ট মার্চের জন্য পরিচিত?
উঃ মহাত্মা গান্ধী