[ai_quiz id=”1″]
Indian constitution and polity. Chapter wise question and answer. Chapter – President of India.ভারতের সংবিধান ও রাজনীতি।
এখানে ভারতের সংবিধান ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্রপতি, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া হলো।সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো এখানে তুলে ধরা হলো-
১. ভারতের ইউনিয়ন এক্সিকিউটিভ( union executive) এর প্রধান কে?
উত্তর – রাষ্ট্রপতি।
২.ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে?
উত্তর -ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এক নির্বাচকমণ্ডলী দ্বারা ভোটের মাধ্যমে। এই নির্বাচকমণ্ডলী গঠিত হয় নিম্নলিখিত সদস্যদের দিয়ে:
লোকসভার সকল সদস্য
রাজ্যসভার সকল সদস্য
বিভিন্ন রাজ্যের বিধানসভার সকল সদস্য
৩. রাষ্ট্রপতি নির্বাচনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: রাষ্ট্রপতি নির্বাচনে একক স্থানান্তরযোগ্য ভোট (Single Transferable Vote) পদ্ধতি ব্যবহার করা হয়।
৪. রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
উত্তর: রাষ্ট্রপতির কার্যকাল ৫ বছর।
৫.ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
৬.রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক?
উত্তর:
•ভারতীয় নাগরিক হতে হবে।
•কমপক্ষে ৩৫ বছর বয়সী হতে হবে।
•লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
•ভারত সরকারের অধীনে কোনো লাভজনক পদে থাকতে পারবে না।
৭. রাষ্ট্রপতি চাইলে কর কাছে নিজের পদত্যাগ পত্র দিতে পারবেন?
উত্তর – উপরাষ্ট্রপতির কাছে।
৮. একমাত্র কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি কে নিজের পদ থেকে সরানো যেতে পরে?
উত্তর – শুধুমাত্র যদি রাষ্ট্রপতি সংবিধান এর অমান্য করেন।
৯. রাষ্ট্রপতি কে কিভাবে তার নিজের পদ থেকে সরানো যেতে পরে?
উত্তর – শুধুমাত্র ইম্পিচমেন্ট এর মাধ্যমে।
১০. যদি কোনো কারণবশত রাষ্ট্রপতি র পদ খালি হয়ে যায় বা রাষ্ট্রপতি উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর – উপরাষ্ট্রপতি।
১১. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর – ড: রাজেন্দ্র প্রসাদ।
১২. স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর – ড: জাকির হোসেন।
১৩. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর – শ্রীমতী প্রতিভা পাটিল।
১৪. রাষ্ট্রপতি কাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করেন?
উত্তর – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
১৫. রাষ্ট্রপতি নিযুক্ত করেন এমন কয়েকটি উল্লেখযোগ্য পদের নাম –
উত্তর –
•ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার
•কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG)
•চিফ ইলেক্টোরাল অফিসার (CEO)
•ভারতের রাষ্ট্রদূত এবং কনস্যুল
•সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি
•লোকসভা এবং রাজ্যসভার স্পিকার
•অ্যাটর্নি জেনারেল
•ভারতের সচিব
•রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর
•সশস্ত্র বাহিনীর প্রধান
•রাজ্যের গভর্নর
•কেন্দ্রশাসিত অঞ্চল গুলির গভর্নর।
১৬.ভারতীয় সামরিক শক্তির প্রধান কে?
উত্তর –
ভারতীয় সামরিক শক্তির প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি হলেন ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
১৭. রাষ্ট্রপতি কতজন অ্যাংলো- ইন্ডিয়ান সদস্য কে লোকসভার সদস্য পদের জন্য মনোনীত করতে পারেন?
উত্তর – ২ জন।
১৮.বিশেষ জ্ঞান সম্পন্ন কতজন ব্যক্তি কে রাষ্ট্রপতি রাজ্য সভায় সদস্য পদের জন্য মনোনীত করতে পারেন?
উত্তর – ১২ জন।
১৯. রাষ্ট্রপতির কোনো অপরাধীকে ক্ষমা করার ক্ষেত্রে কি কি ক্ষমতা রয়েছে?
উত্তর – রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা:
ভারতের সংবিধানের ৭২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির নিম্নলিখিত ক্ষমতা রয়েছে:
১) ক্ষমা (Pardon):
* রাষ্ট্রপতি যেকোনো অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে সম্পূর্ণরূপে অব্যাহতি দিতে পারেন।
* ক্ষমা পেলে অপরাধী ব্যক্তির উপর আর কোনো শাস্তি কার্যকর করা হবে না এবং তাকে মুক্তি দেওয়া হবে।
২) দণ্ড হ্রাস (Commutation of Sentence):
* রাষ্ট্রপতি যেকোনো ব্যক্তির শাস্তি কমাতে পারেন অন্য একটি কোনো কম শাস্তি দিয়ে।
* উদাহরণস্বরূপ, তিনি মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারেন।
৩) দণ্ড স্থগিত (Suspension/reprieve of Sentence):
* রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি স্থগিত করতে পারেন।
* এই সময়ের মধ্যে, অপরাধী ব্যক্তিকে কারাদণ্ডে থাকতে হবে না।
৪) দণ্ড হ্রাস (Remission of Sentence):
* রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি কম করতে পারেন তবে শাস্তির ধরন পরিবর্তন না করে।
৫) রেস্পাইট (respite of sentence)
• প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে শাস্তি কম করতে পারেন।
২০• ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা তার অনুস্পস্থিতিতে সবথেকে প্রবীণ বিচারক।