Latest Post

হর্যঙ্ক বংশ কুইজ ( Haryanka dynasty quiz) Quiz part -18 English grammar quiz. Quiz part – 17 আধুনিক ভারতের ইতিহাস কুইজ ( Modern history of India quiz) Quiz part -16 ভারতের জলবায়ু কুইজ (Climate of India quiz) Quiz – part 15 ভারতের সংবিধান কুইজ ( Constitution of India quiz) Quiz Part-14

Modern history of India. Complete chapter wise question and answer. Chapter – Expansion of British power.আধুনিক ভারতের ইতিহাস।

আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপুর্ন অধ্যায় “ভারতের ব্রিটিশ শক্তির সম্প্রসারণ”। সেই অধ্যায় থেকে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি এখানে দেওয়া হলো যেগুলো সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে।

 

বাংলা

 

১. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ e স্থানান্তরিত করেছিলেন?

উত্তর – মুর্শিদ কুলি খান।

 

২. মুর্শিদ কুলি খান কত সালে বাংলার সুবেদার নিযুক্ত হন এবং কার দ্বারা?

উত্তর – মুর্শিদ কুলি খান ১৭১৭ সালে ফারুক শিয়ার এর দ্বারা বাংলার সুবেদার নিযুক্ত হন।

 

৩. সুজাউদ্দিন কোথাকার গভর্নর নিযুক্ত হয়েছিলেন?

উত্তর – বিহার।

 

৪. কে ইংরেজ দের এবং ফ্রেঞ্চ দের কলকাতা এবং চন্দননগর এ দুর্গ তৈরি করতে বাধা দেন?

উত্তর – আলীবর্দী খান।

 

৫. আলীনগর এর চুক্তি কাদের মধ্যে এবং কত সালে সাক্ষরিত হয়েছিল?

উত্তর – ইংরেজ এবং নবাব সিরাজ উদ দৌলার মধ্যে ১৭৫৭ সালে সাক্ষরিত হয়েছিল।

 

৬. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উত্তর – ১৭৫৭ সালে।

 

৭. বক্সার এর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উত্তর – মির কাশিম, সুজাউদ্দৌলা, শাহ আলম -২ এর সাথে ইংরেজ(মুনরো) দের।

 

৮. এলাহাবাদ এর সন্ধি কত সালে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর – ১৭৬৫ সালে ক্লাইভ এর সাথে শাহ আলম -২ এর এবং ক্লাইভ এর সাথে সুজাউদ্দৌলা র ।

 

৯. বাংলায় দ্বৈত সরকার( Dual government) কবে শুরু হয়?

উত্তর – ইংরেজদের দ্বারা ১৭৬৫ সালে বাংলায় দ্বৈত সরকার শুরু হয়।

 

১০. কে কত সালে দ্বৈত সরকার প্রথার অবসান ঘটায়?

উত্তর – ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস ।

 

মাইশোর

 

১. কে দিন্দুগুল এ আধুনিক অস্ত্রাগার তৈরি করেন?

উত্তর – হায়দার আলী।

 

২. প্রথম আংলো-মাইশোর যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল?

উত্তর – ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে ১৭৬৬-৬৯ সালে ।হায়দার আলী ইংরেজদের পরাজিত করেন।

 

৩. মাদ্রাজ এর সন্ধি কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

উত্তর – ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে ১৭৬৯ সালে।

 

৪. দ্বিতীয় আংলো-মাইশোর যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল?

উত্তর – ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে ১৭৮০-৮৪ সালে ।হায়দার আলী ইংরেজদের কাছে পরাজিত হন।

 

৫. ম্যাঙ্গালোর এর সন্ধি কাদের মধ্যে এবং কত সালে হয়েছিল?

উত্তর – টিপু সুলতান ও ইংরেজ দের মধ্যে ১৭৮৪ সালে।

 

৬. তৃতীয় অ্যাংলো মায়শোর এর যুদ্ধ কাদের মধ্যে এবং কত সালে হয়েছিল?

উত্তর – টিপু সুলতান ও ইংরেজ দের মধ্যে ১৭৯০-৯২ সালে।

 

৭. সিরিঙ্গপত্তনম এর সন্ধি কাদের মধ্যে এবং কত সালে সাক্ষরিত হয়েছিল?

উত্তর – টিপু সুলতান ও ইংরেজ(কর্নেওয়ালিশ) দের মধ্যে ১৭৯২ সালে।

 

৮. চতুর্থ অ্যাংলো মায়শোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তর – টিপু সুলতান ও ইংরেজ(ওয়েলেসলি) দের মধ্যে ১৭৯৯সালে।

 

৯. “Tree of liberty” কে রোপণ করেন?

উত্তর – টিপু সুলতান।

 

পাঞ্জাব

 

১.দশম বা অন্তিম শিখ গুরু কে ছিলেন?

উত্তর – গুরু গোবিন্দ সিং।

 

২. পাঞ্জাব এ শিখ শাসন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর – মহারাজা রঞ্জিত সিং।

 

৩. প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তর – ১৭৪৫-৪৬ সালে ইংরেজ এবং শিখ শাসক এর মধ্যে।

 

৪. লাহোর এর চুক্তি কত সালে এবং কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

উত্তর – ১৮৪৬ সালে শিখ এবং ইংরেজ দের মধ্যে।

 

৫.  দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তর – ১৭৪৮-৪৯ সালে ইংরেজ এবং শিখ শাসক এর মধ্যে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Translate »