Latest Post

হর্যঙ্ক বংশ কুইজ ( Haryanka dynasty quiz) Quiz part -18 English grammar quiz. Quiz part – 17 আধুনিক ভারতের ইতিহাস কুইজ ( Modern history of India quiz) Quiz part -16 ভারতের জলবায়ু কুইজ (Climate of India quiz) Quiz – part 15 ভারতের সংবিধান কুইজ ( Constitution of India quiz) Quiz Part-14

PHYSICS. CHAPTER WISE QUESTION ANSWER PART#1

বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পদার্থবিদ্যা বিষয় থেকে প্রশ্ন আসে। তাই এই পোস্ট এ পদার্থবিদ্যা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এর পর্ব #১ দেওয়া হলো। অধ্যায় – পরিমাপের একক ও পদ্ধতি।

 

 

১.পরিমাণ ও তা পরিমাপের এককের জোড়গুলির মধ্যে কোনটি ভুল ?
-চাপ- নিউটন
২._____________এর একক হল পাসকল।
-বায়ুর চাপ
৩.কিসের সাহায্যে বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়?
– হাইগ্রোমিটার
৪.MKS পদ্ধতিতে তাপের একক হল—
-জুল
৫. ‘নিউটন’ কিসের একক?
– বল
৬.Torr কীসের Unit ?
– চাপ
৭. বিমানের উচ্চতা মাপার জন্য কী ব্যবহার করা হয় ?
– অল্টিমিটার
৮. শক্তির একক নয় _______
– পাস্কাল
৯. মহাকাশের দূরত্ব আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন ?
– আলোর গতিবেগ সর্বদা একই রকম ।
১০.সাধারণ তুলাযন্ত্র (দাড়িপল্লা) দিয়ে কী মাপা হয় ?
– ভর
১১. পারসেক কিসের পরিমাপক একক ?
– দৈর্ঘ্য
১২. ___________ এর সাহায্যে পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা ও
আবিষ্কারক সঠিকভাবে মিল আছে ।
– মেরি কুরি : রেডিয়াম
১৩. _________ দূরত্বের একক নয়
– জিফি
১৪. আলোকবর্ষ সংক্রান্ত বিবৃতিগুলি হলো ___
– খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক হল ___ আলোকবর্ষ
১৫. দশমিক সংখ্যা 4.625- এর বাইনারি (Binary) রূপ হলো___
– 100.101
১৬. জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য Infrared Optical সংক্রান্ত কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?
– পাইরোমিটার
১৭.SI পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক ______
– মোল
১৮. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় ___
– ফার্মি
১৯. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
– জে.এল. বেয়ার্ড
২০. কিলোওয়াট – ঘন্টা কিসের একক?
– শক্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Translate »